সরকারি স্কুল পড়ুয়াদের পোশাক নিয়েও দুর্নীতি? তীব্র ক্ষোভ অভিভাবকদের বিশেষ খবর রাজ্য January 9, 2018 সরকারি স্কুলে ছাত্রছত্রীদের পোশাক নিয়েও চলছে দুর্নীতি বলে অভিযোগ ক্ষুব্ধ অভিভাবকদের। কলকাতার শ্রীকৃষ্ণ আদর্শ বিদ্যালয়ের বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করেন, সরকারি পক্ষ থেকে বরাদ্দ দুটি জামার পরিবর্তে ছাত্রছত্রীদের দেওয়া হচ্ছে মাত্র একটি করে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সমাধান পাননি তাঁরা বলেও জানিয়েছেন। উল্টোদিকে এই সকল অভিযোগকে খারিজ করে দিয়েছেন ওই বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ ওমপ্রকাশ পাল। একই রকমের অভিযোগ উঠেছে এসবি মডার্ন হাইস্কুল অ্যাটাচড জিএসএফপি স্কুলের বিরুদ্ধেও। ওই স্কুলের অভিভাবকদের বক্তব্য, স্কুলের তরফ থেকে পোশাকের জন্য কোনো খরচই করা হয়নি। মাত্র একটি করে পোশাক দেওয়া হয়েছে তাঁদের ছেলেমেয়েদের। এই বিষয়ে বিদ্যালয়ের কিছু শিক্ষক সম্মতি জানালেও স্কুলের টিচার-ইন-চার্জ নবীনচন্দ্রবাবু তা অস্বীকার করেছেন। প্রসঙ্গত গত বছর থেকে চালু হওয়া সরকারি নির্দেশ অনুযায়ী প্রতি সরকারি স্কুল পড়ুয়াদের একজোড়া করে পোশাক পাওয়ার কথা এবং তার জন্য বিদ্যালয়ের ব্যাঙ্ক একাউন্টগুলিতে পাঠানো হয় টাকা। তারপর স্কুলের পক্ষ থেকে টেন্ডার ডাকা হয়। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে শহরাঞ্চলের বিভিন্ন স্কুলে তা নিয়ে চলছে চূড়ান্ত দুর্নীতি বলে অভিভাবকদের অভিযোগ। ক্ষুব্ধ অভিভাবকেরা কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে এই নিয়ে অভিযোগ দায়ের করলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেছেন। যদিও এই বিষয়ে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কার্তিক মান্না বলেন, দুটি করে পোশাক প্রতিটি বিদ্যালয়কেই দিতেই হবে, তা না দেওয়া হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনার মতামত জানান -