এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “200 আসনে জিতবে বিজেপি” প্রকাশ্য সভায় আত্মবিশ্বাসী অমিত শাহ!

“200 আসনে জিতবে বিজেপি” প্রকাশ্য সভায় আত্মবিশ্বাসী অমিত শাহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সত্যি সত্যিই কি এবার রাজ্যে বিজেপি সরকার গঠন করতে পারবে! নাকি ফের গঠন হবে তৃণমূল কংগ্রেসের সরকার? এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। অতীতে 2011 সাল বা 2016 সাল, তৃনমূল কংগ্রেসের কাছে লড়াইয়ের ক্ষেত্রে খুব একটা কঠিন না হলেও, এবার লড়াইটা অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। সেদিক থেকে বাংলার ক্ষমতা কারা দখল করবে, এখন এটাই মহাপ্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত যতগুলো দফায় নির্বাচন হয়েছে, তাতে বিজেপি বেশিরভাগ আসন দখল করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি এবার পর্যাপ্ত আসনের ধারেকাছেও ঘেঁষতে পারবে না। আর এই পরিস্থিতিতে দুই দলের মধ্যে যখন আসন সংখ্যা নিয়ে তরজা ক্রমশ অব্যহত, ঠিক তখনই বিজেপি কত আসন দখল করছে, তা জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, আজ রাজ্যে একটি নির্বাচনী সভা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই 2 মে বিজেপি দু’শোর বেশি আসন দখল করবে বলে দাবি করেন গেরুয়া শিবিরের সর্বোচ্চ সেনাপতি। অমিত শাহ বলেন, “সব জায়গা ঘুরে দেখলাম, 2 মে দিদি যাচ্ছে। 200 এর বেশি আসনে জয়লাভ করব আমরা। কাটমানির সরকার, সিন্ডিকেটের সরকার, অনুপ্রবেশকারীদের সরকার চলে যাবে।” স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ষষ্ঠ দফার নির্বাচনের আগে এই ধরনের আত্মপ্রত্যয়ী মন্তব্য রীতিমত শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করছেন, অমিত শাহ এখন থেকে এই রকম কথা বলে পরবর্তী দফাগুলিতেও যাতে ভাল ফলাফল করা যায়, তার জন্য নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছেন। আর সেই কারণেই তার দল দুশোর বেশি আসন নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করবে বলে দাবি করতে দেখা যাচ্ছে তাকে্ তবে অনেকে আবার বলছেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ অতীতে বেশকিছু উপযুক্ত এবং পরিপক্ক রাজনৈতিক সমীক্ষার পরিচয় দিয়েছেন।

বিগত দিনে যে সমস্ত রাজ্যে বিজেপিকে নির্বাচনের মুখে পড়তে হয়েছিল, সেখানে আগেভাগেই অমিত শাহ দাবি করেছিলেন, বিজেপি কত আসন জয়লাভ করতে পারে। পরবর্তীতে তার সেই সমীক্ষা হুবহু মিলে যায়। এক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি কত আসন দখল করতে পারে, সেই বার্তা আগেভাগেই দিয়ে দিয়েছিলেন অমিত শাহ।

পরবর্তীতে তা সম্পূর্ণরূপে মিলে গিয়েছিল। তাই এবারেও যখন অমিত শাহ বিজেপি 200 আসন দখল করবে বলে বার্তা দিয়েছেন, তখন বাস্তবের মাটিতে তা অনেকটাই ফলপ্রসূ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!