অনুব্রত মন্ডলের খাসতালুকে বড় জয় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিশেষ খবর রাজ্য January 9, 2018 বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের খাসতালুক রামপুরহাট-২ ব্লকের কালুহা সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রের খবর, কালুহা সমবায় সমিতির নির্বাচনে গতকালই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সমবায়ের নটি আসনেই তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের বক্তব্য, উন্নয়নের বিরোধিতা করতে চান না এলাকার মানুষ, তাই বিরোধীরা প্রার্থীই খুঁজে পায়নি। অন্যদিকে বিরোধীদের বক্তব্য ভীতি প্রদর্শন করে অন্যদলের প্রার্থীদের সেখানে মনোনয়নই জমা দিতে দেয় নি শাসকদল। আপনার মতামত জানান -