এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের অভিষেকের কর্মসূচির আবেদন জানিয়ে ত্রিপুরা পুলিশের কাছে চিঠি তৃণমূলের

ফের অভিষেকের কর্মসূচির আবেদন জানিয়ে ত্রিপুরা পুলিশের কাছে চিঠি তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরায় দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার কর্মসূচি বাতিল করে দিয়েছে পুলিশ। আগামীকাল অর্থাৎ ১৫ ই সেপ্টেম্বর পদযাত্রা করার কথা ছিল ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর । সেদিন আগরতলায় তাঁর পদযাত্রার কর্মসূচি ছিল। তবে, সেদিনের কর্মসূচি বাতিল করে দিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই দিন এই রুটে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায়, তৃণমূলকে এর অনুমতি দেওয়া সম্ভব না। এর পরদিন অর্থাৎ ১৬ ই সেপ্টেম্বর আবার কর্মসূচির আবেদন জানায় তৃণমূল। তবে, সেই আবেদনও বাতিল করে দিয়েছে ত্রিপুরা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা থাকার কারণে এর অনুমতি দেওয়া যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুবার বাধা পেয়ে আবার পদযাত্রা কর্মসূচির আবেদন জানাল তৃণমূল। আগামী ২২ সে সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা পুলিশের কাছে পাঠানো হয়েছে চিঠি। দুবার ত্রিপুরাতে তৃণমূলের কর্মসূচি বাতিল করে দিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, মৃত্যুভয় চেপে ধরেছে বিজেপিকে। সর্বশক্তি দিয়ে তাকে ত্রিপুরায় ঢুকতে বাধা দিতে মরিয়া হয়ে উঠেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তবে তিনি যতই চেষ্টা চালিয়ে যান, তাকে আটকাতে পারবেন না তিনি। তার ভয়ই বলে দিচ্ছে যে ,প্রশাসনে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। সত্য প্রকাশ পাবেই।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ত্রিপুরায় তৃণমূলের সভা-সমিতি করার উদ্দেশ্য হলো গণ্ডগোল পাকানো। যে সরকার রাজ্যে বিজেপির সভা, মিছিল করার অনুমতি দেয় না, তারাই ত্রিপুরাতে মিছিল করতে যাচ্ছে। তিনি জানালেন, তাদের সভা-সমিতি রোজ বাতিল করে দেয়া হচ্ছে। তারা ধর্ণা দিতে চাইলেও পুলিশ উঠিয়ে দেয়। ৫০ জনকেও পুলিশ অনুমতি দেয় না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি আছে, লকডাউন চলছে, তাই জমায়েত করা যাবে না। কিন্তু এখানে নির্বাচন হচ্ছে। এখানে কাউকে কিছু করতে দেয়া হচ্ছে না, কিন্তু ত্রিপুরাতে সভা-সমিতি করতে যাচ্ছে তৃণমূল। যার উদ্দেশ্য গন্ডগোল করা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!