এখন পড়ছেন
হোম > রাজনীতি > জাতীয় পতাকা তুলতে বাধা, কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বললেন এই হেভিওয়েট!

জাতীয় পতাকা তুলতে বাধা, কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বললেন এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশের 75 তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে নানা ক্ষেত্রে উদযাপনের পরিস্থিতি তৈরি হয়েছে। এক্ষেত্রে সমস্ত সংশোধনাগারগুলিতে জাতীয় পতাকা তোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বভাবতই সেই ব্যাপারে একটি সংশোধনাগারে জাতীয় পতাকা তুলতে বাধা গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কিন্তু সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে পাল্টা মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই মন্ত্রী বলেন, “আমার মনে হয়, কোনো জায়গায় জাতীয় পতাকা তুলতে গেলে সেখানকার কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। আমিও কোন সংশোধনাগারে গিয়ে এভাবে জাতীয় পতাকা তুলতে পারি না। এমনকি আকাশবানীর দপ্তরের ওপরে গিয়েও জাতীয় পতাকা তোলা যায় না। এক্ষেত্রে অনুমতি নিতে হয়। অনুমতি না নিয়ে এই সমস্ত কিছু করা যায় না।”

স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে সুভাষ সরকারের অভিযোগকে খন্ডন করার চেষ্টা করলেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!