এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ কেন্দ্র ও রাজ্য সরকারের

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ কেন্দ্র ও রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তালিবানদের দখলে চলে যাবার পর আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন বহু মানুষ। ইতিমধ্যে আফগানিস্তান থেকে বায়ুসেনার একটি বিমানে ভারতে ফিরে এসেছেন ১২০ জন আধিকারিক। গতকাল সকালে বিমানটি আফগানিস্তান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। কর্মসূত্রে ও অন্যান্য কাজে গিয়ে আফগানিস্থানে গিয়ে কেউ আটকে রয়েছেন কিনা? সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

রাজ্যের কোন মানুষ আফগানিস্তান আটকে রয়েছেন কিনা? রাজ্যের কাছে তার তথ্য জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের এই নির্দেশের পর নবান্ন থেকে সমস্ত জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যে, এ বিষয়ে দ্রুত খোঁজখবর নিতে। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বহু মানুষ এখনো পর্যন্ত আটকে রয়েছেন আফগানিস্থানে। শুধুমাত্র উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের ২০০ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন আফগানিস্থানে।

রাজ্যের কেউ আফগানিস্থানে রয়েছেন কিনা? সে ব্যাপারে খোঁজ নিতে সমস্ত জেলার জেলাশাসককে নির্দেশ দিয়েছে নবান্ন। সেখানে আটকে থাকে কোন মানুষের খোঁজ পেলে, তার ঠিকানা ফোন নম্বরসহ সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে জানাবার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির এক বৈঠক বসেছিল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আফগানিস্তানে যে সমস্ত ভারতীয় নাগরিক আটকে রয়েছেন, তাদের দ্রুত যাতে দেশে ফেরানো যায় সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আফগানিস্তানে যে সমস্ত ভারতীয় নাগরিক আটকে রয়েছেন, দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে দেশের কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কাজের উদ্দেশ্যে আফগানিস্তানে পর্যাপ্ত পরিমাণ পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, তরাই, ডুয়ার্স এর ২০০ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন আফগানিস্তানের বিভিন্ন স্থানে। প্রিয়জনদের চিন্তায় ঘুম উড়ছে একাধিক পরিবারের। মূলত জীবিকা সূত্রেই একসময় আফগানিস্থানে গিয়েছিলেন তারা। এখন প্রিয়জনেরা কবে দেশে ফিরতে পারবেন? সেই চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। এ প্রসঙ্গে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার সবরকম চেষ্টা করছে সুরক্ষিতভাবে সকলকে আনার। একটু ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!