এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মনোনয়নপত্র নিয়ে বিস্ফোরক অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

মনোনয়নপত্র নিয়ে বিস্ফোরক অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা উপ নির্বাচনের মনোনয়ন পত্রে তথ্য গোপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যেগুলির কথা গোপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলা দায়ের করা হয়েছিল অসমে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পূর্বে নন্দীগ্রামে প্রার্থী হলেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল বিজেপির পক্ষ থেকে। তবে, বিজেপির অভিযোগ নস্যাৎ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, এই অভিযোগ সম্পূর্ণ অবাস্তব। নন্দীগ্রামের সময়ও এ ঘটনা ঘটিয়েছিল বিজেপি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিল যে, এর সঙ্গে কোন বাস্তবের কোন সম্পর্ক নেই। বিজেপির মধ্যে যোগাযোগের অভাব রয়েছে।

মিথ্যাচার করার জন্যই এসব করছে বিজেপি। এই সমস্ত অভিযোগ এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যাচার করে কখনো নির্বাচনে জেতা যায় না। এসব করে কোন লাভ নেই। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার কথা তখনই হলফনামায় দেবেন, যখন চার্জশিটে তার নাম থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!