এখন পড়ছেন
হোম > জাতীয় >  দ্যাখ্ কেমন লাগে! লোকসভার আগেই উইকেট পড়লো বাবুলের, আনন্দে আত্মহারা বিজেপি!

 দ্যাখ্ কেমন লাগে! লোকসভার আগেই উইকেট পড়লো বাবুলের, আনন্দে আত্মহারা বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কথায় আছে, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। হয়তো সেই ক্ষতিরই সম্মুখীন হলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বেশ কিছুদিন ধরেই তার মন্ত্রীসভা থেকে ছাটাই হওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই খবরে সিলমোহর দিয়ে যে পর্যটন দপ্তরের দায়িত্ব সামাল দিচ্ছিলেন বাবুল সুপ্রিয়, সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো তাকে। যার ফলে রীতিমতো আনন্দে আত্মহারা বিরোধী শিবির বিজেপি।

অনেকের প্রশ্ন, বাবুল সুপ্রিয়কে কোনো একটি মন্ত্রী পদ থেকে ছাটাই করা হলো, তার জন্য বিজেপি কেন আনন্দিত হবে? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কেননা একসময় এই বিজেপির দুর্দিনে সমস্ত ন্যায়, নীতিকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য দলবদল করেছিলেন বাবুল সুপ্রিয়। আর এখন তার সেই অহংকারের পতন হলো। অনেকে বলতেই পারেন, বাবুল সুপ্রিয়কে পর্যটন শিল্পের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু তথ্যপ্রযুক্তি এবং অপ্রচলিত চিরাচরিত শক্তির দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একাংশ বলছেন, এ কথা শুনে ঘোড়াও হাসবে। পর্যটন শিল্পের দায়িত্ব যে কতটা গুরুত্বপূর্ণ এবং তার কাছে যে এই চিরাচরিত শক্তির দায়িত্ব অত্যন্ত গৌণ, তা স্পষ্ট বিশেষজ্ঞদের কাছে। তাই লোকসভা নির্বাচনের আগে যে বাবুল সুপ্রিয়র উইকেট তৃণমূলের মধ্যেই পড়তে চলেছে, তাতে দ্বিমত নেই কারওর মধ্যেই।প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই দপ্তরের কাজকর্ম নিয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে বাদানুবাদ বেঁধে যায় বাবুল সুপ্রিয়র বলে খবর পাওয়া যায়। আর এই ঘটনা যায় স্বয়ং মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত‌। যার জেরে বাবুল সুপ্রিয়কে নিয়ে তৈরি হয় জল্পনা।এমনকি নিজের বিধানসভা কেন্দ্রে গিয়েও কর্মী বিক্ষোভের মুখে পড়তে হয় বাবুল বাবুকে। ফলে দলের ভেতরে এবং বাইরে যে ক্রমশু তিনি গুরুত্বহীন হতে শুরু করেছিলেন, তা বেশ কিছু ঘটনা প্রবাহের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। অবশেষে তার ডানা ছেঁটে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!