এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালের চিঠি নিয়েও মিথ্যাচার? ধরা পড়ে গেলেন মমতা! ঘনীভূত রহস্য!

রাজ্যপালের চিঠি নিয়েও মিথ্যাচার? ধরা পড়ে গেলেন মমতা! ঘনীভূত রহস্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি মধ্যরাতে নবান্ন এবং দিল্লিকে দুটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। আর সেই চিঠিতে কি রয়েছে, সেটাই লাখ টাকার প্রশ্ন। এবার সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বিদেশ যাত্রার জন্য রাজ্যপাল শুভেচ্ছা জানিয়েছেন বলে এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই চিঠি সম্পূর্ণ ব্যক্তিগত বলেও দাবি করলেন তৃণমূল নেত্রী। ফলে রাজ্যপালের অ্যাকশন চিঠির হুমকি কি আইওয়াশ! সেই চিঠির ভেতরে কি কিছুই নেই! মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত, এদিন নবান্নে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমি বিদেশ যাত্রা করছি, তাই তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আর এটা সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো চিঠি নয়, ব্যক্তিগত চিঠি।” আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। যেখানে রাজ্যপাল সকালেই সাংবাদিক বৈঠক করে বললেন যে, মুখ্যমন্ত্রী আসার পর তিনি গোটা বিষয় নিয়ে আলোচনা করবেন। এখন মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন, তাই তিনি টেনশন দিতে চান না। চিঠির বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসতে চান না তিনি। ফলে সেখানে মুখ্যমন্ত্রী কি করে এই চিঠিকে শুধুমাত্র রাজ্যপালের শুভেচ্ছা বার্তা বলেই এড়িয়ে গেলেন? তাহলে কি সেই চিঠিতে এমন কিছু রয়েছে, যা প্রকাশ্যে আনতে চাইছেন না মুখ্যমন্ত্রী !প্রকাশ্যে এলে তার সরকার বিপদে পড়ে যাবে?

বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই রাজ্যপালের এই চিঠি নিয়ে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী‌। তিনি জানিয়েছেন, চিঠিতে এমন কিছু রয়েছে, যা প্রকাশ করলে বিড়ম্বনায় পড়বে রাজ্য সরকার। তাই সেই চিঠি গোপনে রেখেছেন নবান্ন। অবিলম্বে তা প্রকাশ করা উচিত। আর তারপর থেকেই সেই চিঠি নিয়ে রহস্য ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে সেই চিঠিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বঙ্গ রাজনীতি। সকলের একটাই প্রশ্ন, কে ঠিক বলছেন! রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী? কি রয়েছে সেই চিঠিতে? অবিলম্বে তা প্রকাশ্যে আনুক রাজভবন এবং নবান্ন। তাহলেই সাদা এবং কালো স্পষ্ট হয়ে যাবে।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যপাল যে ধরনের অ্যাকশন নেওয়ার কথা বলেছিলেন, তারপর তিনি মুখ্যমন্ত্রীকে যদি সত্যিই শুভেচ্ছা বার্তা পাঠান চিঠিতে, তাহলে নিরাশ হবে রাজ্যবাসী। অন্যদিকে মুখ্যমন্ত্রী চিঠির বিষয় নিয়ে যে কথা বলছেন, তাও বিশ্বাস করতে পারছে না রাজ্যবাসী। ফলে কৌতুহল ক্রমশ বাড়ছে। তবে শুভেন্দু অধিকারীর ভাবনার সঙ্গে অনেকেই বাস্তবতার মিল পাচ্ছেন‌। তাই একাংশ বলছেন, হয়ত বা সেই চিঠিতে এমন কিছু রয়েছে, যা প্রকাশ্যে আনলে রাজ্যের পর্দাফাঁস হয়ে যেতে পারে। তাই সেই চিঠি নিয়েও এখন মিথ্যাচার করলেন মুখ্যমন্ত্রী। দিনের শেষে তেমনটাই দাবি সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!