এখন পড়ছেন
হোম > জাতীয় > আপনার অর্থ সঞ্চয়ের সঠিক উপায় নিয়ে হাজির হচ্ছে এই বীমা কোম্পানি! দেরি না করে জেনে দেখুন এক্ষুনি

আপনার অর্থ সঞ্চয়ের সঠিক উপায় নিয়ে হাজির হচ্ছে এই বীমা কোম্পানি! দেরি না করে জেনে দেখুন এক্ষুনি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে মানুষের হাতে পয়সায় অভাব স্পষ্ট। ফলত দোকান পাট খুলে গেলেও বিনিয়োগ হচ্ছে না সেভাবে। অন্যদিকে, করোনা পরিস্থিতির কথা চিন্তা করে অনেকেই নিজের সঞ্চিত অর্থ কোন খাতে রাখবেন, সেই নিয়ে চিন্তায় রয়েছেন। তবে এদের প্রত্যেকের জন্যই নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি।

জানা গেছে, ভারতীয় জীবন বিমা সংস্থার এই দারুণ স্কিমে রয়েছে কম টাকা ইনভেস্ট করে ভাল লাভ আয় লাভ করার সুযোগ। স্কিমের নাম হল এলআইসি নিবেশ প্লাস (LIC Nivesh Plus) সিঙ্গল প্রিমিয়াম, নন পার্টিসিপেটিং, ইউনিট লিঙ্কড ও ব্যক্তিগত জীবন বিমা। সেই সঙ্গে, জানা গেছে, পলিসি হোল্ডারের Sum Assured সিলেক্ট করার সুবিধা রয়েছে। এছাড়া Sum Assured এর বিকল্প সিঙ্গল প্রিমিয়ামের ১.২৫ গুণ বা সিঙ্গল প্রিমিয়ামের ১০ গুণ করা হবে বলেও জানান হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি হল ভারতীয় রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এবং ভারত সরকারের মালিকানাধীন বিনিয়োগ কর্পোরেশন । ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর ভারতের এই জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল। জানা যায়, এর আগে ভারতের সংসদ ভারতে বীমা শিল্পের জাতীয়করণ করে ভারতের জীবন বীমা আইনটি পাস করে। ভারতের রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন তৈরি করতে ২৪৫টিরও বেশি বীমা সংস্থা এবং ভবিষ্যত সমিতিগুলি একীভূত হয়েছিল বলেও জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই স্কিমের অভিনবত্ব কি? জানা গেছে, অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই পলিসি কিনতে পারবেন গ্রাহক। এছাড়া, এই পলিসির সময়সীমা ৯০ দিন থেকে ৭০ বছর হতে পারে। সেই সঙ্গে পলিসি ১০ থেকে ৩৫ বছরের জন্যও করা যেতে পারে বলে জানা গেছে। তবে লক ইন পিরিয়ড ৫ বছরের হবে।

এছাড়া, প্রিমিয়ামের পর ১ লক্ষ টাকা হল মিনিমাম লিমিট। কিন্তু এর অধিকতম কোনও লিমিট নেই বলেই জানা যায়। এছাড়া এর ম্যাচিউরিটির সময় অধিকতম ৮৫ বছর বয়স হতে পারে। সেই সঙ্গে পলিসি ম্যাচিউর হওয়ার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি ওই হোল্ডারের ডেথ বেনিফিট পাবেন বলেও জানান হয়েছে।

শুধু তাই নয়, পলিসি টার্ম পর্যন্ত পলিসি হোল্ডার বেঁচে থাকলে তিনি ম্যাচিউরিটি বেনিফিট পাবেন বলে জানা যায়। যা কিনা ইউনিট ফান্ড মূল্যের সমান হবে বলেই জানান হয়েছে সংস্থার তরফে। এছাড়া গ্রাহকদের ফ্রি-লুক পিরিয়ডও দেওয়া হবে বলে জানা যায়। তবে সেক্ষেত্রে সংস্থা থেকে সরাসরি পলিসি কিনলে ১৫ দিন আর অনলাইনে কিনলে ৩০ দিনের ফ্রি লুক পিরিয়ড পাওয়া যাবে বলে জানা গেছে। অন্যদিকে, এই সময় গ্রাহকরা তাদের পলিসি ফেরত নেওয়ারও সুযোগ থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!