এখন পড়ছেন
হোম > রাজ্য > চিকিৎসার খরচ বহনে স্বাস্থ্যসাথী কার্ডে টানলো লাগাম ! এই পদক্ষেপে চরম বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ!

চিকিৎসার খরচ বহনে স্বাস্থ্যসাথী কার্ডে টানলো লাগাম ! এই পদক্ষেপে চরম বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এসে বঙ্গবাসী কে একটি চমকপ্রদ উপহার দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্য স্বাস্থ্যসাথী কার্ডে সাধারণ মানুষ সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচে ছাড় পেতেন । আর এমত পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় স্বাস্থ্যসাথী কার্ডে খরচ বহন সম্পর্কে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য।  যেখানে রাজ্যের বক্তব্য রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা করা হয় যার ফলে সমস্ত সরকারি হাসপাতালগুলোতে আর স্বাস্থ্যসাথী কার্ডে কোন টাকা দেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে যার ফলে প্রচন্ড সমস্যায় পড়তে চলেছে রাজ্যের সরকারি হাসপাতালগুলি ।

এখানে প্রসঙ্গ উল্লেখ্য যে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতালগুলোকে টাকা দেয়া হয় দুটি ভাগে একটি হলো ইন্সুরেন্স অপরটি অ্যাসিওরেন্স মোডে যেখানে ইন্সুরেন্স  এর মাধ্যমে হাসপাতালগুলোকে চিকিৎসার খরচ মেটায় বীনা সংস্থা আর অপরদিকে অ্যাসিওরেন্স মোডে রাজ্য সরকার সরাসরি হাসপাতালকে টাকা পাঠায়।  যেহেতু সরকারি হাসপাতালগুলোতে আগে থেকেই  বিনামূল্যে চিকিৎসা হয় যার ফলে সরকারি হাসপাতালগুলোতে আর স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে পেমেন্ট দেবে না বলে সাফ জানিয়ে দিল রাজ্য।

তবে এখানে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সমস্ত চিকিৎসা পরিষেবা বিনামূল্যে হলেও বেশ কিছু চিকিৎসার ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বাইরে থকে জোগাড় করতে হয় রুগীর পরিবার-কে , সে ক্ষেত্রে রোগীর পরিবাররের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের স্বাস্থ্য সাথী কার্ড প্রসঙ্গে একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।  তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!