এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরার পরেই বাংলা দখল করবে বিজেপি, মমতাকে হুঁশিয়ারি মুকুল রায়ের

ত্রিপুরার পরেই বাংলা দখল করবে বিজেপি, মমতাকে হুঁশিয়ারি মুকুল রায়ের


একসময় মুকুল রায়ের দল বদলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির নানামহল সহ সাধারণ মানুষে র মধ্যেও জল্পনা শুরু হয়েছিল যে এবার বঙ্গে বিজেপি কিছু কামাল দেখাবে। কিন্তু তেমন বিরাট কিছু সাফল্য না এলেও বিজেপি আস্তে আস্তে তাদের শক্তি বাড়াচ্ছে । আর এর ফলে ভোট ও বেড়েছে বিজেপির। আর বঙ্গ বিজেপির আসা যে বিজেপি তৃণমূলকে হাতিয়ে বাংলা দখল নেবে আর এদিন ত্রিপুরাতে বিজেপির প্রচারে গিয়ে সেই কথাই বললেন মুকুল রায়।ত্রিপুরার জনসভা থেকে তিনি বলেন, ‘ত্রিপুরায় এবার বিজেপি পতাকা উড়বেই। আর সেই জোয়ারেই পশ্চিমবঙ্গে ভেসে যাবে তৃণমূলের জনবিরোধী সরকার। বাংলায় পুলিশিরাজের সরকারকে উৎখাত করবে বিজেপিই। সেদিন আর বেশি দেরি নয়।’ তিনি সভায় উপস্থিত জনগনকে স্মরণ করালেন যে পরিবর্তনকামী মানুষের জন্যে একদা ত্রিপুরায় তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া তৃনমূল কংগ্রেসের কথা। সেদিন ত্রিপুরাবাসী চেয়েছিলো বলেই তৃণমূল করংগ্রেস প্রতিষ্ঠিত হয়।মুকুল বাবু বললেন যে এবার ত্রিপুরায় বিজেপি প্রতিষ্ঠিত হবেই। আর এর ফলেই পশ্চিম বাঙ্গলা থেকে জনবিরোধী তৃণমূল সরকারএর পতন ঘটবে । বাংলায় পুলিশিরাজের সরকারকে পরাস্ত করবে বিজেপি। ত্রিপুরাবাসীর কাছে তিনি এদিন আবেদন করেন কেন্দ্রের মোদী সরকারের পৌরহিত্যে সমগ্র দেশে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে , আর এই যোগ্যে নিজেদের অংশীদার করবেন কি না তা ত্রিপুরাবাসীর হাতে ।.২৪ বছরের সিপিএম শাসনের অবসান ঘটানোর লক্ষ্যই ছিলো তৃণমূল কংগ্রেস উত্থানের। কিন্তু তারা এই কাজে অসফল। এখন বিজেপিই পারবে ত্রিপুরায় সিপিএম শাসনের অবসান ঘটিয়ে উন্নয়নকামী রাজ্য গঠন করতে এমন কথাই দাবি করেন মুকুল বাবু। তাঁর মতে বিজেপি এই কাজে সফল হলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এর কাছে রাজ্য রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে চরম বার্তা হয়ে দাঁড়াবে। এখন ত্রিপুরার শাসক গোষ্ঠীর পালা বদল হয় কিনা সেইদিকে তাকিয়ে দেশবাসী ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!