এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘গরুপাচারকারী’ নিয়ে শাসকদলকে বড়সড় ধাক্কা দিতে চলেছেন ভারতী ঘোষ?

‘গরুপাচারকারী’ নিয়ে শাসকদলকে বড়সড় ধাক্কা দিতে চলেছেন ভারতী ঘোষ?


পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ কমিশনার ভারতী ঘোষের বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় সিআইডি তল্লাশি চলছে, যখন আদালত থেকে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, তখন নিজের ‘গোপন ডেরা’ থেকে এক অডিও বার্তায় কার্যত ‘বোমা ফাটালেন’ তিনি। ওই অডিও বার্তায় তিনি জানিয়েছেন –

১. আমি সব জানি, তাই আমার মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে
২. শাসকদল সমস্ত রাষ্ট্রশক্তি আমার পেছনে লাগিয়ে দিয়েছে
৩. কে একটা লেলিয়ে দিল! কুকুরের মতো (সিআইডি) আমার পিছনে দৌড়ে বেড়াচ্ছেন
৪. ভাবছেন, আমি আপনাদের ভয় পেয়ে গেছি?
৫. না, আমি আপনাদের ভয় পাই না
৬. ভারতবাসী দেখছে, তাঁরাই শেষ বিচার করবেন
৭. আমার নামে কেস করা হচ্ছে – ফলস কেস, একটা ইন্টারন্যাশনাল গরু স্মাগলারকে দিয়ে
৮. আদালতে যাব, আদালতেই দেখা হবে
৯. আমার ইমেজ টার্গেট করছে, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে এবং যেকোনও প্রকারে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে
১০. আপনারা কোনওদিন শুনেছেন যে যাঁর বাড়ি থেকে টাকা বেরোয়, তাঁকে ধরা হয় না?
১১. সিআইডি মাদুরদহের ফ্ল্যাট থেকে এতো টাকা বের করলো
১২. সেগুলো তো আমার বাড়ি থেকে নয়, কিন্তু সিআইডি তা তো বলেনি, মিডিয়াকে মিসগাইড করেছে
১৩. যার বাড়ি থেকে টাকা পাওয়া গেল তার নাম কি চক্রবর্তী, তাঁকে ধরেনি, উলটে তাঁকে দিয়ে একটা ফলস কেস করা হল
১৪. আমার স্বামী নাকি তাঁকে ভয় দেখিয়েছে টাকা রেখেছিল!
১৫. আচ্ছা, আপনাকে যদি ভয় দেখায় তাহলে আপনি সেদিনই কেন কমপ্লেন করলেন না?
১৬. সিআইডি ওখানে তো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে বসে আছে
১৭. তখনই বা সিআইডিকে জানালেন না কেন?
১৮. যখন টাকা বের করলো টেনে তখন আপনার নামে আর কেস হল না
১৯. আপনি বলে দিলেন অন্য লোকে আপনাকে রাখতে দিয়েছে
২০. পৃথিবীর কোথাও এই নিয়ম রয়েছে?
২১. সিআইডি আমার বাড়ি থেকে যে জমি ও বাড়ির দলিল নিয়ে গিয়েছে তার ইনকাম ট্যাক্স ফাইল করা আছে
২২. প্রত্যেকটা বৈধ জিনিস
২৩. আপনারা প্রেসের সামনে আসুন
২৪. একটা দলিল দেখান, যেটা অবৈধ
২৫. সেই সত্‍ সাহস সিআইডির আছে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!