এখন পড়ছেন
হোম > জাতীয় > আইআইএমের অনুষ্ঠানে আত্মনির্ভর ভারতের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আইআইএমের অনুষ্ঠানে আত্মনির্ভর ভারতের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইআইএমের একটি স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো ওড়িশায়। ওড়িশার সম্বলপুরে আইআইএমের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করলেন প্রধানমন্ত্রী। যেখানে প্রধানমন্ত্রী জানালেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্য গতি প্রদান করবে এই নয়া উদ্যোগ। যার ফলে আত্মনির্ভর ভারত গঠনের পথে দেশ অনেক দূর এগিয়ে যাবে। যার ফলে উপকৃত হবেন দেশবাসী।

আজ ওড়িশার সম্বলপুরে আইআইএমের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন উড়িষ্যার রাজ্যপাল, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শিল্পজগতের বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, আইআইএম সম্বলপুরের ছাত্র-ছাত্রী ও অধ্যাপকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন যে, আজকে যা স্টার্টআপ, আগামীকাল তা মাল্টিন্যাশনাল সংস্থা করে তুলতে পারে। প্রধানমন্ত্রী জানালেন, কেন্দ্রীয় সরকারের এই বিশেষ উদ্যোগ যুবসমাজের জীবিকার অগ্রগতিতে বিরাট অবদান রাখবে। প্রধানমন্ত্রী জানান এরফলে ওড়িশার সংস্কৃতি ও শিক্ষার সঙ্গে ম্যানেজমেন্ট জগতের যোগাযোগ আরো অনেকটা বাড়বে।

প্রসঙ্গত, গত ২০১৪ সালে সারাদেশে আইআইএম ক্যাম্পাসের সংখ্যা ছিল ১৩ টি, সম্প্রতি যা বেড়ে হয়েছে ২০ টি। অন্যদিকে আইআইএম সম্বলপুর দেশের মধ্যে প্রথম ফ্লিপ ক্লাসরুম ব্যবস্থা এনেছে। এখানকার পঠন-পাঠন একেবারেই অত্যাধুনিক। এখানে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চলে পঠন-পাঠন। বিভিন্ন শিক্ষাবিদ, শিল্প জগতের সঙ্গে যুক্ত থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ক্যাম্পাসে শিক্ষা দান করবেন ছাত্র-ছাত্রীদের।

অন্যদিকে এই ক্যাম্পাসটি অন্যান্য আইআইএম ক্যাম্পাসের তুলনায় আরেকটি দিক থেকেও অনন্য। যা হলো দেশের অন্যান্য আইআইএম ক্যাম্পাসের তুলনায় এখানকার ছাত্রীসংখ্যা যথেষ্টভাবে বেশি। গত, ২০১৯- ২১ শিক্ষাবর্ষে সম্বলপুরের আইআইএম ক্যাম্পাসে এমবিএ ম্যাচে ৪৯% ছাত্রী সংখ্যা ছিল। চলতি ২০২০ -২২ শিক্ষাবর্ষে এমবিএ ব্যাচে ছাত্রীসংখ্যা ৪৩%।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!