এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন বছরে কোনদিন কি ছুটি আছে! বেড়াতে যাওয়ার প্ল্যান তৈরি করার আগে দেখে নিন একনজরে।

নতুন বছরে কোনদিন কি ছুটি আছে! বেড়াতে যাওয়ার প্ল্যান তৈরি করার আগে দেখে নিন একনজরে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উইকেন্ড বা শুক্রবার ছুটি থাকলে তার সঙ্গে শনি-রবি জুড়ে সপ্তাহান্তের ছোট ভ্রমণ সেরে ফেলা অনেকেরই দস্তুর। সেখানে ভীড় এড়াতে নতুন নতুন জায়গার সন্ধানেও ঘুরতে দেখা যায় মানুষকে। খাওয়া আর ঘোরার ব্যাপারে বাঙালির সেখানে জুড়ি মেলা ভার। যদিও গত বছর করোনার কারণে গৃহবন্দী থাকতে হয়েছে মানুষকে। সেখানে এই বছর আর সেটা হবে না, তেমনটাই আশা করা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন নিয়ে আশার আলো শোনা গেছে।

সেইসঙ্গে বর্ষষেশ আর বর্ষবরণের দিনে ভ্রমণমূলক স্থানে বিপুল মানুষের ভিড় এটা প্রমাণ করে দিয়েছে যে গত বছর বাধ্য হয়ে ঘরে বসে থাকতে হলেও এই বছর মানুষের ঘরে বসে থাকার চান্স নেই। তাই নতুন বছরে বেড়ানোর প্ল্যান বানানোর আগে দেখে নিন কবে কবে আছে ছুটির দিন।

জানুয়ারি থেকে মার্চ:-

১ জানুয়ারি- শুক্রবার, নিউ ইয়ার্স ডে
২ জানুয়ারি- শনিবার
৩ জানুয়ারি- রবিবার
১৪ জানুয়ারি- বৃহস্পতিবার, মকর সংক্রান্তি
১৬ জানুয়ারি- শনিবার
১৭ জানুয়ারি- রবিবার
২৩ জানুয়ারি- শনিবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী
২৪ জানুয়ারি- রবিবার
২৬ জানুয়ারি- মঙ্গলবার, প্রজাতন্ত্র দিবস
১৩ ফেব্রুয়ারি- শনিবার
১৪ ফেব্রুয়ারি- রবিবার
১৬ ফেব্রুয়ারি- মঙ্গলবার, বসন্ত পঞ্চমী
১১ মার্চ- বৃহস্পতিবার, শিবরাত্রি
১৩ মার্চ- শনিবার
১৪ মার্চ- রবিবার
২৭ মার্চ- শনিবার
২৮ মার্চ- রবিবার
২৯ মার্চ- সোমবার, হোলি

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এপ্রিল থেকে জুন:-

২ এপ্রিল- শুক্রবার, গুড ফ্রাইডে
৩ এপ্রিল- শনিবার
৪ এপ্রিল- রবিবার
১৩ মে- বৃহস্পতিবার, ঈদ-উল-ফিতর
১৫ মে- শনিবার
১৬ মে- রবিবার

জুলাই থেকে সেপ্টেম্বর:-

১০ জুলাই- শনিবার
১১ জুলাই- রবিবার
১২ জুলাই- সোমবার, রথযাত্রা
১৭ জুলাই- শনিবার
১৮ জুলাই- রবিবার
১৯ জুলাই- সোমবার, বকর-ই-ঈদ
২৮ অগস্ট- শনিবার
২৯ অগস্ট- রবিবার
৩০ অগস্ট- সোমবার, জন্মাষ্টমি
১০ সেপ্টেম্বর- শুক্রবার, গণেশ চতুর্থী
১১ সেপ্টেম্বর- শনিবার
১২ সেপ্টেম্বর- রবিবার

অক্টোবর থেকে ডিসেম্বর:-

৬ অক্টোবর- মহালয়া
১২-১৫ অক্টোবর- দুর্গাপুজো ( সপ্তমী-দশমী)
১৫ অক্টোবর- শুক্রবার, দশেরা
১৬ অক্টোবর- শনিবার
১৭ অক্টোবর- রবিবার
১৯ অক্টোবর- মঙ্গলবার ফতেয়া-দো
২০ অক্টোবর- লক্ষ্মীপুজো
৪ অক্টোবর- বৃহস্পতিবার কালীপুজো
৬ অক্টোবর- শনিবার ভাইফোঁটা
১৯ নভেম্বর- শুক্রবার, গুরুনানক জয়ন্তী
২০ নভেম্বর- শনিবার
২১ নভেম্বর- রবিবার
২৪ ডিসেম্বর- শুক্রবার
২৫ ডিসেম্বর- শনিবার, ক্রিসমাস
২৬ ডিসেম্বর- রবিবার

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!