এখন পড়ছেন
হোম > অন্যান্য > স্তব্ধ হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত হওয়ার খবর। স্বস্তির আশ্বাস

স্তব্ধ হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত হওয়ার খবর। স্বস্তির আশ্বাস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা নিয়ে মানুষ একটু স্বস্তির নিশ্বাস ফেলতে না ফেলতেই, নতুন আতঙ্ক সৃষ্টি করেছে করোনার নতুন স্ট্রেন। যদিও ব্রিটেনেই সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার ভাইরাস, তবুও সমগ্র বিশ্বেই এই নতুন ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান করোনা ভাইরাস আগের থেকে ৭০% বেশি সংক্রমক। শুধু ব্রিটেন নয়, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়াতেও এরকম অতি সংক্রমক করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে।

সেইসঙ্গে আশঙ্কা বাড়িয়ে ব্রিটেন ফেরত বহু মানুষের মধ্যে, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই নতুন স্ট্রেনের নমুনা ইতিমধ্যে পাওয়া গেছে। অন্যদিকে কাল পর্যন্ত সেখানে জানা গিয়েছিল সেই করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯০ জন। তবে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে আজ নতুন করে কারো করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ফলে স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনার নতুন স্টেনকে ছড়ানো থেকে রুখতে নতুন বছর শুরুর আগে ঘেকেই নানা নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য। সেখানে যুক্তরাজ্যের ফ্লাইটগুলি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আগত লোকদের সন্ধান এবং পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছিল দিল্লির স্বাস্থ্য মন্ত্রক। সেইসঙ্গে এদের প্রত্যেককেই আইসোলেশানে রাখা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে, জানুয়ারি মাসের ২ তারিখ থেকেই দেশ ব্যাপী টিকাকরণ শুরু করার কথা মাথায় রেখে দুদিন ব্যাপী করোনা ভাইরাসের টিকাকরণ প্রোগ্রামের মহড়া চালানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলেও জানা গেছে। তবে করোনা নতুন স্ট্রেনের ওপর তা বিশেষ কার্যকর হবে কিনা, সেই নিয়েও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবুও আজকের নতুন করে নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত না হওয়ার খবর কিছুটা স্বস্তি দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!