এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং উপনির্বাচনে কি পুনর্নির্বাচন? কি বলছে প্রশাসন?

সবং উপনির্বাচনে কি পুনর্নির্বাচন? কি বলছে প্রশাসন?

সবং উপনির্বাচনের দিন বিরোধীদের তরফ থেকে ভুরি ভুরি অভিযোগ জমা পরে শাসকদলের বিরুদ্ধে। কোথাও বিরোধী এজেন্টদের বুথে বসতে না দেওয়া, তো কোথাও বিরোধীদের ভোট দিতে না দেওয়ার জন্য বুথ জ্যাম করা, তো কোথাও অবাধে ছাপ্পা ভোট মারা – এমন সব ভয়ংকর অভিযোগ জমা পরে বিরোধীদের তরফ থেকে। বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য তো জানিয়েই দেন পূর্ব মেদিনীপুর সংলগ্ন সবং ও পিংলা অঞ্চলে অন্তত ৫০ টি বুথে শাসকদল অবাধে ছাপ্পা ভোট দিয়েছে। নির্বাচন কমিশন থেকে সরকারি ভাবে জানানো হয়েছে গত ২১ তারিখের ভোট গ্রহণের দিন মোট ৭৮ টি অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জমা পড়ে। আর তাই, নিয়ামানুযায়ী গতকাল কমিশনের জেনারেল অবজারভার সবংয়ের ৩২ টি বুথে সমস্ত প্রার্থীকে রেখে স্ক্রুটিনি করেন এবং কোথাও কোনও অসংগতি ধরা পড়েনি। ফলে সবং উপনির্বাচনের কোনো বুথে পুনর্নির্বাচনের সম্ভবনা কার্যত নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!