এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিদ্রোহীর তালিকা বাড়ছে, এবার বেসুরো শান্তনু! নয়া সমস্যায় মমতা!

বিদ্রোহীর তালিকা বাড়ছে, এবার বেসুরো শান্তনু! নয়া সমস্যায় মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের শাসক দল কোনো মতেই তাদের অভ্যন্তরীণ কোন্দলকে থামাতে পারছে না। বিভিন্ন জায়গায় সেলিব্রিটি মুখকে কোথাও মানা হচ্ছে না, আবার কোথাও বা সঠিক ব্যক্তিকে প্রার্থী করা হয়নি বলে বিক্ষোভ তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিতে ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা, নিজেদের গোষ্ঠী কোন্দল সামাল দিতে দিতেই ভোট চলে আসবে বলে মনে করছেন তৃণমূলের একাংশ। ভাই বাবুন ব্যানার্জীর বিদ্রোহের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আর তার মাঝেই তার কাছে আবার এক বড় বিপদ এসে উপস্থিত হলো। যেখানে তৃণমূলের হয়ে দিনরাত ব্যাটিং করা দলের অন্যতম নেতা শান্তনু সেন এবার টিকিট না পেয়ে তার নিজের অভিমানের কথা চেপে রাখতে পারলেন না। প্রকাশ্যে তিনি রাজ্যসভায় টিকিট না পেলেও, লোকসভায় যে প্রার্থী হওয়ার আশা করেছিলেন, তা জানিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে অর্জুন সিংহ যেমন টিকিট না পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবার কি সেই তালিকাতেই যুক্ত হবেন শান্তনু সেন?

প্রসঙ্গত, এদিন তৃণমূলের অন্যতম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের মুখে অভিমানের কথা শোনা যায়। তিনি বলেন, “রাজ্যসভায় আমি নিজে কাজ করার পর ভেবেছিলাম, টিকিট পাব। কিন্তু পায়নি। তবে আমি আশা করেছিলাম যে, লোকসভায় আমাকে প্রার্থী করা হবে। কিন্তু সেটাও করা হয়নি। মনে দুঃখ আছে।” তবে এর পাশাপাশি শান্তনুবাবু আবার আর একটা বিষয় স্পষ্ট করেছেন যে, তিনি দলের সঙ্গেই ছিলেন, দলের সঙ্গেই আছেন এবং দলের সঙ্গেই থাকবেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যথেষ্ট বিশ্বাস, আস্থা এবং ভরসা আছে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু এরকম তো অনেক নেতা সকাল বেলা দলের ওপর ভরসা রয়েছে বলে বিকেলবেলা দল পরিবর্তন করার জন্য দিল্লি পৌঁছে গিয়েছেন। সেক্ষেত্রে কি শান্তনুবাবুর এই ক্ষোভ এবং অভিমান সত্যিই প্রশমিত হয়েছে! নাকি শুধুমাত্র বলার জন্য তিনি এই কথা বললেন! তলায় তলায় যোগাযোগ রাখছেন অন্য কোনো শিবিরের সঙ্গে! তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, শান্তনুবাবু দল পরিবর্তন করুন বা দলেই থাকুন, একটা বিষয় পরিষ্কার যে, দলের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়নি এবং সেই কারণে তিনি মনের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ এবং অভিমান চেপে রেখেছেন।

পর্যবেক্ষকদের মতে, দিনরাত তৃণমূলের হয়ে ব্যাটিং করেন এই শান্তনু সেন। তবে তাকেও শেষ পর্যন্ত টিকিট দেওয়া হল না। এতদিন তিনি মুখ বুজেই সবকিছু সহ্য করেছিলেন। কিন্তু এবার লোকসভার প্রার্থী তালিকা দেখে যথেষ্ট হতাশ হয়ে গেলেন এই তৃণমূল নেতা। এমনিতেই গোটা রাজ্যজুড়ে তৃণমূলের অনেক হেভিওয়েট এই প্রার্থী তালিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন। অনেকেই নির্দল হিসেবে দাঁড়ানোর কথা বলছেন। আবার অনেকে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। যা নিয়ে এমনিতেই বিপর্যস্ত গোটা শাসক দল। আর তার মধ্যে শান্তনু সেন যে অভিমানের কথা বললেন, তাতে কিন্তু প্রবল চিন্তিত তৃণমূল কংগ্রেস। যদিও বা দল পরিবর্তন করবেন না বলেই জানিয়ে দিয়েছেন শান্তনুবাবু। কিন্তু এই অভিমান যে ভবিষ্যতে বড় বিপদ হিসেবে ধেয়ে আসতে পারে তৃণমূলের দিকে, সেটা উপলব্ধি করেই ঘুম উড়ছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!