এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের প্রার্থীকে হারু মিত্র বলে সম্বোধন, বালুরঘাটে আসর জমালেন সুকান্ত!

তৃণমূলের প্রার্থীকে হারু মিত্র বলে সম্বোধন, বালুরঘাটে আসর জমালেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি আলোচনা যে কেন্দ্রগুলোতে হচ্ছে, তার মধ্যে অন্যতম বালুরঘাট লোকসভা কেন্দ্র। কারণ এই আসনে লড়াই করছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং তার প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন রাজ্যের দাপুটে মন্ত্রী বিপ্লব মিত্র। তবে বালুরঘাটে একটু কান পাতলেই শোনা যাচ্ছে যে, এবার পাল্লা ভারী সুকান্তবাবুর। অনেকে তো এটাও বলছেন যে, তৃণমূল দলের অনেকেই বিপ্লব মিত্রকে সহ্য করতে পারেন না। তাই তার বিরুদ্ধে ভোট করাবেন তৃণমূল কর্মীরাই। আর এই পরিস্থিতিতে প্রার্থী ঘোষণার পর নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গারামপুরে প্রথম পথসভা থেকে প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে এমন এক ভাষায় আক্রমণ করলেন সুকান্তবাবু, যা শুনে উজ্জীবিত বিজেপি কর্মীরা। তারা বলছেন, উপযুক্ত জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে সুকান্তবাবুর এই অ্যাটাকে রীতিমত লজ্জায় অস্বস্তিকে মুখ লোকাচ্ছেন তৃণমূল কর্মীরা। কিন্তু কি এমন বললেন সুকান্ত মজুমদার?

প্রসঙ্গত, এদিন গঙ্গারামপুরের পথসভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রমণ করেন তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে। তিনি বলেন, “আমি শ্রদ্ধা রেখেই বলছি, নয় বার হারার পর আপনি বিধায়ক হয়েছেন। তাহলে সাংসদ হতে গেলে কতবার হারতে হবে? হারতে হারতে আপনার নাম হয়ে গিয়েছিল হারু মিত্র। এই বয়সে এসে আর হেরে যাওয়ার কোনো মানে হয় না।” বলা বাহুল্য, বিপ্লব মিত্রের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। বহুবার তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল তার দল। কিন্তু বার বার তিনি পরাজিত হয়েছেন বিপক্ষ দলের কাছে। এমনকি ২০০৯ এর লোকসভা নির্বাচনেও বিপ্লব মিত্র বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হয়েছিলেন। তাই ক্ষমতায় আসার পর তৃণমূলের যা ভাবমূর্তি গোটা রাজ্যজুড়ে তৈরি হয়েছে এবং তার মধ্যে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তাতে বিপ্লববাবুর এখান থেকে পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, সুকান্ত মজুমদার ২০১৯ সালে প্রথমবার এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। আর সেই সময় তিনি বিপুল ভোটে তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষকে পরাজিত করেন। স্বাভাবিক ভাবেই এখন গোটা রাজ্যের মানুষ এই সুকান্ত বাবুকে চেনেন। এমনকি তার হাত ধরে বালুরঘাটের মানুষ রেল পরিষেবার যে উন্নতি উপভোগ করছেন, তাতে তাকে ঘরের ছেলে হিসেবেই সকলে মনে করেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব মিত্রের মত ব্যক্তিত্বকে বালুরঘাটের মানুষ আর যাই হোক সমর্থন করবেন না। সেই ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। আর এমতাবস্থায় প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে গোটা তৃণমূলকেই বিড়ম্বনার মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!