এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা! বাংলায় থাকছে কি চমক? তুঙ্গে জল্পনা!

আজই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা! বাংলায় থাকছে কি চমক? তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা ভোটকে কেন্দ্র করে সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। যেখানে বাংলার 20 টি আসনের প্রার্থী তালিকা তারা ঘোষণা করে দিয়েছিল। তবে এরপর ধীরে ধীরে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করলেও, বিজেপি তাদের নেক্সট প্রার্থী তালিকা কবে ঘোষণা করবে, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে সকলের মধ্যেই। অনেকে তো বলছেন যে, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকতে পারে। আর এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা হতেও খুব একটা দেরি নেই। আর তার মাঝেই খুব সম্ভবত আজ সন্ধ্যাতেই বিজেপি তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে খবর পাওয়া যাচ্ছে। যা নিয়ে বাংলার রাজনৈতিক মহলেও তুমুল গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিজেপির তরফে কোন হেভিওয়েট কোন আসনে প্রার্থী হবেন, সেই নিয়েও শুরু হয়ে গিয়েছে চর্চা।

প্রসঙ্গত, বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকার বেশ কিছু চমক রেখেছিল। তবে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের দিকে তাদের নেতা থেকে শুরু করে কর্মীরা সকলেই তাকিয়ে রয়েছেন। যেখানে বিরোধীরা তাদের প্রচার করতে শুরু করেছে, সেখানে বাংলার মত একাধিক রাজ্যে, যেখানে বিজেপির এবার ভালো ফলাফল হওয়ার কথা, সেখানে সব আসনে প্রার্থী না দিলে প্রচার হবে কি করে! তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তবে বিজেপি আর যাই হোক, আঞ্চলিক দল নয়। তারা একটি সর্বভারতীয় দল। তাদের যখন প্রার্থী তালিকা ঘোষণা করতে হয়, তখন সব রাজ্যের প্রার্থী তালিকাই ঘোষণা করতে হবে। তাই এতদিন আলাপ আলোচনার ভিত্তিতে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যাতেই বিজেপি তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। যেখানে বাংলা তো বটেই, আরও একাধিক রাজ্যে এমন কিছু ব্যক্তিকে প্রার্থী করা হতে পারে, যার ফলে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমত ভোট বাক্সে নাকানি চোবানি খাবেন বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, বিজেপির এবার প্রার্থী তালিকা ঘোষণা হবে সেখানে একজন প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে অন্য দল থেকে আসা কোনো নেতাকে বাংলার ক্ষেত্রে প্রার্থী হিসেবে রাখতে পারে। এছাড়াও অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও বেশ কিছু চমক থাকতে পারে। তবে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পেছনে এত সময় লাগছে কেন, সেই প্রশ্ন যদি করা হয়, তাহলে যা খবর পাওয়া যাচ্ছে, বিহারের দু একটি আসন নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। তাই সেখানে নেতৃত্বের সঙ্গে কথা বলে দীর্ঘ আলোচনার ভিত্তিতেই বিজেপি একটা সিদ্ধান্তে আসতে চাইছে। যার কারণেই একটু সময় লাগছে। তবে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলেই খবর। তাই গেরুয়া শিবির সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছু সময়ের মধ্যেই তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে ব্যাপক চমক দিতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!