এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বিড়ম্বনা বাড়ালেন বেজেপির এই হেভিওয়েটে ! একি বললেন ?

রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বিড়ম্বনা বাড়ালেন বেজেপির এই হেভিওয়েটে ! একি বললেন ?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চরম অস্বস্তিতে রাজ্য সরকার ।যেখানে এসএসসি থেকে প্রাইমারি  নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ প্রকাশ্যে এসেছে এমনকি রাজ্যের হেভিয়েট নেতামন্ত্রীরা তাদের ক্ষমতার বলে নিজেদের নিকটস্থদের চাকরি পায়ে দিয়েছেন এমনটা অভিযোগ বিভিন্ন মহলের।আর এর মধ্যেই প্রকাশ্যে আসে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী বেআইনি ভাবে স্কুল শিক্ষিকা হিসাবে নিয়োগ নিয়ে ।যদিও পরবর্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি শিক্ষক থেকে বরখাস্ত হয়েছেন।

আর এমত অবস্থায় এবার ততকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা যার প্রেক্ষিতে দূর্নীতির দায়ে  মন্ত্রী থেকে অপসারীত হয়েছেন তিনি । আর এদিন এই একই প্রশ্ন তুলে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিন তিনি ট্যুইটে শিক্ষার প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মন্ত্রীত্ব খারিজের দাবি তুলে জানান  ‘কলকাতা হাইকোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ বাতিল করেছে। মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর-ও হয়েছে। তাহলে কেন তাঁকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করা হবে না?’ স্বভাবতই এদিনের এই টুইটের মাধ্যমে  শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মন্ত্রীত্ব খারিজের আওয়াজ তুলে মন্ত্রীর অস্বস্তির মাত্রা কে বাড়িয়ে দিলেন বিজেপির এই হেভিওয়েট। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে করায় সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!