এখন পড়ছেন
হোম > জাতীয় > শিবসেনাকে দেখে “উদ্বুদ্ধ” চাপ বাড়ানোর খেলায় এই বিজেপি শরিক? বাড়ছে জল্পনা

শিবসেনাকে দেখে “উদ্বুদ্ধ” চাপ বাড়ানোর খেলায় এই বিজেপি শরিক? বাড়ছে জল্পনা


 

2019 সালের লোকসভা নির্বাচনে সারাদেশে বিজেপি ঝড় প্রত্যক্ষ করা গেলেও সদ্যসমাপ্ত হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচন সেই গেরুয়া ঝড়কে অনেকটাই ফিকে করে দিয়েছে। সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছোনো না গেলেও শরিক দলকে নিয়ে সরকার গঠন করে যে কতটা চাপে থাকতে হয়, তা পরোতে পরোতে উপলব্ধি করেছে বিজেপি।

মহারাষ্ট্রে শিবসেনা সাহায্য নিয়ে বিজেপি সরকার গঠন করার পর থেকেই বিজেপির উপর চাপ বাড়াতে শুরু করেছে সেই শিবসেনা। সরকার গঠনের পর গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে 50 শতাংশ মন্ত্রিত্ব দাবি করেছে তারা। যা নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি।

এদিকে শিবসেনার বিজেপির প্রতি এই কৌশলগত চাপ দেখেই গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়াতে এগিয়ে এল নীতীশ কুমারের দল জেডিইউ। বস্তুত, বিহারে শরিক দল হিসেবে বিজেপিকে সমমর্যাদা দিয়েছে জেডিইউ। আর এবার তাদের দাবি যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদের দলকে সমমর্যাদা দিতে হবে। আর জেডিইউয়ের এই দাবি এখন প্রবল অস্বস্তি বানাতে পারে বিজেপির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন জেডিইউয়ের ন্যাশনাল কাউন্সিলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টি তুলে ধরেন নীতিশ কুমার। সমালোচকদের একাংশ বলছেন, কথায় আছে, এক শিয়াল ডাকলেই অন্য শিয়ালরা ডাকতে শুরু করে। অপ্রিয় সত্য হলেও এক রাজনীতিবিদ কৌশলগত চাপের পথ দেখালে অন্য রাজনীতিবিদরাও সেই পথে যেতে শুরু করেন।

আর তাইতো মহারাষ্ট্রে যখন বিজেপিকে অস্বস্তিতে ফেলে সমমর্যাদা দেওয়ার দাবিতে বিজেপির প্রতি চাপ দাড়াচ্ছে শিবসেনা, ঠিক তখনই বিহারে বিজেপিকে সমমর্যাদা দেওয়া জেডিইউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সমমর্যাদা দেওয়া নিয়ে বিজেপির উপর চাপ বাড়াতে শুরু করলেন বলে মত বিশ্লেষকদের।

তবে গেরুয়া শিবির যখন শিবসেনার চাপের কাছে নতিস্বীকার করছে না, তখন তারা নীতীশ কুমারের দলের কাছে এই ব্যাপারে নতি স্বীকার করবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!