এখন পড়ছেন
হোম > রাজ্য > কিভাবে হবে গ্রাম পঞ্চায়েত ও সমিতির প্রধান নির্বাচন? বড় নির্দেশ তৃণমূল রাজ্য নেতৃত্ত্বের

কিভাবে হবে গ্রাম পঞ্চায়েত ও সমিতির প্রধান নির্বাচন? বড় নির্দেশ তৃণমূল রাজ্য নেতৃত্ত্বের

রাজ্যে সিংহভাগ পঞ্চায়েতই এবার নিজেদের দখলে রেখেছে শাসকদল তৃনমূল কংগ্রেস। তবে জয় আসলেও বোর্ড গঠনের আগে বিভিন্ন জেলায় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে কে প্রধান হবেন তা নিয়ে দলীয় কোন্দলে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদল তৃনমূল কংগ্রেস। তাই এবারে এই প্রধান পদ নির্বাচনে এবার কিছুটা সাবধানী ভূমিকাই পালন করছেন তাঁরা।

সূত্রের খবর, এই ব্যাপারে তৃনমূলের রাজ্যনেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই প্রধান বা অঞ্চল সভাপতি তৈরিতে আলোচনার মাধ্যমে নিজের দ্বায়িত্ব পালন করবেন এমন লোককেই নিয়ে আসতে হবে।এমনকী বৈঠকের মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্তে এসে একটি নাম চূড়ান্ত করে জেলা নেতৃত্বের কাছে পাঠালে জেলার মাধ্যমে তা রাজ্যের কাছে পৌছোবে। আর তারপরই রাজ্য সিদ্ধান্ত নেবে। তবে এই দুটি বিভাগে এই প্রধান পদ নির্বাচন নিয়ে কোনোরূপ মতের অমিল হলে আলোচনাকে পাথেয় করেই জেলা ও রাজ্য নেতৃত্ব এই পদে যোগ্য প্রার্থীকে বসানোর ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিকে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে নিজের লোককে বসানোর ব্যাপারেও দলের তরফে বিভিন্ন নেতাদের সতর্ক করা হয়েছে। তবে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে এইভাবে প্রার্থী বাছাই হলেও জেলাপরিষদের ব্যাপারটি এবার নিজেই দেখবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, রাজ্যের তরফে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এহেন নির্দেশ আসার পরেই প্রধান পদ নিয়ে আলোচনার জন্য হুগলীর দলীয় পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস জেলার সমস্ত বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন। তবে শুধু এই প্রধান পদই নয়, এদিনের বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের আগে দলের জেলা সংগঠনকে মজবুত করার জন্য নেতাদের পরামর্শও দেন অরুপ বিশ্বাস। এদিন বৈঠক শেষে হুগলী জেলার তৃনমূল সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “এই বৈঠকে রাজ্যের সাথে আলোচনার মাধ্যমেই যে জেলার বিধায়ক ও সাংসদেরা এই পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পদাধিকারী নির্বাচন করবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!