অবশেষে চেক-বাতিল ইস্যুতে বড় ঘোষণা অর্থমন্ত্রকের জাতীয় বিশেষ খবর November 24, 2017 গত কয়েকদিন ধরেই তীব্র জল্পনা চলছিল যে আরো আর্থিক সংস্কারের জন্য, নোট বাতিলের পর এবার চেক বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ডিজিট্যাল অর্থনীতি উপর জোর দিতেই এবার বাতিল হতে চলেছে চেক বুক। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিলেন, সুদূর ভবিষ্যতে ব্যাঙ্কের চেক বই বাতিল করার কোনও পরিকল্পনা নেই সরকারের। অর্থমন্ত্রকের তরফে ট্যুইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চেক বই পরিষেবা বন্ধ করে দেওয়ার কোনও প্রস্তাব তাদের কাছে আসেনি ৷ এই নিয়ে কোনও পরিকল্পনাই করছে না অর্থমন্ত্রক ৷ আপনার মতামত জানান -