এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার থেকে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচিতেও থাকবেন শোভনের ‘বিকল্প’

এবার থেকে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচিতেও থাকবেন শোভনের ‘বিকল্প’


শোভন চট্টোপাধ্যায়ের বদলে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হবে শুভাশিষ চক্রবর্তীকে।পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত ভোটের দায়িত্বও দেওয়া হয়েছে শুভাশীষবাবুকে।এদিকে শুভাশীষবাবুকে রাজ্যসভায় প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ মার্চ সেই নির্বাচন হবার পরেই শুভাশিসবাবুকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এদিকে তাই রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো শুভাশীষবাবু ইতিমধ্যেই সাংগঠনিক কাজ দেখভাল করতে শুরু করেছেন। পাশাপাশি আগামী ২৬ মার্চ জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি কর্মসূচি আছে সেখানেও থাকতে পারেন শুভাশীষবাবু।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে সম্প্রতি জল্পনা বাড়িয়ে পুরোভাবন ও নবান্ন দুই জায়গাতেই যান শোভনবাবু ।এদিন এক সাংবাদিক সম্মেলনে শোভনবাবু ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির বিষয় জানান, ”২০১০ সাল থেকে কলকাতা পুর এলাকায় ১০০ দিনের কাজের লোকেরা ১০০ টাকা করে বেতন পাচ্ছিলেন। এ বার থেকে পাবেন ১৪৪ টাকা। আর সুপারভাইজারদের বেতন ১২০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৭২ টাকা। ওই টাকা দেয় রাজ্য সরকার। টাকা বাড়ানোর জন্য বেশ কয়েকবার সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বার তা বৃদ্ধি হওয়ায় পুরসভায় কর্মরত প্রায় ১৪ হাজার কর্মীরা উপকৃত হবে।” যদিও মুখ্যমন্ত্রীর সাথে কথা হওয়ার বিষয় প্রশ্ন উঠলে তিনি এবিষয়ে মুখ খোলেন নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!