এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর সাধের ‘ফেডারেল ফ্রন্ট’ ভাঙতে কূটনৈতিক চাল গেরুয়া শিবিরের

মুখ্যমন্ত্রীর সাধের ‘ফেডারেল ফ্রন্ট’ ভাঙতে কূটনৈতিক চাল গেরুয়া শিবিরের

গতকাল নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সূত্রের খবর অনুসারে এই চন্দ্রশেখর রাও কে তুরুপের তাস বানিয়ে আগামী বছরে আসন্ন লোকসভা নির্বাচনে সম্ভাব্য অবিজেপি জোট গড়ার পথে বাধা দিতে চাইছে বিজেপি। এদিন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বললেন, ”কেসিআর খুব ভাল মুখ্যমন্ত্রী। তাঁর দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সঙ্গে আমাদের অনেক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি সরকারের সঙ্গে কখনওই অসহযোগিতা করেননি।” উল্লেখ্য শুধুমাত্র কেসিআর নয়, এনডিএ জোট থেকে বেরিয়ে আসার পরেও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বিজেপি।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সপক্ষে যুক্তি দিয়ে প্রাক্তন বিমানমন্ত্রী তথা তেলুগু দেশম নেতা অশোক গজপতি রাজুও বললেন, ”অন্ধ্রপ্রদেশের বিশেষ আর্থিক মর্যাদা দেওয়ার আশ্বাস খোদ প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেটা কেন্দ্র মেনে নিলে আমরা এনডিএ-তে ফিরতে পারি।” অন্যদিকে একই ভাবে এডিএমকে-কেও সঙ্গে নিয়ে চলছে বিজেপি। এখন বিজেপি শিবির চাইছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কোনোভাবেই যেন অবিজেপি জোট গঠিত না হয়। এখন আঞ্চলিক নেতাদের চাপে রাখাও বিজেপির রণনীতি।আঞ্চলিক সব দলগুলির সমন্বয়ে তৃতীয় ফ্রন্ট গঠিত হলেও সেখানে যেন কংগ্রেস কোনো বড় ভূমিকা না নেয়। গতকাল কেসিআর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক পরবর্তীতে মূলতঃ কংগ্রেস বিরোধী কথা বলেছেন , বিজেপি বিরোধীতা তাঁর বক্তব্যে প্রকাশ হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!