আগামী মাসেই ভাসমান বাজার, নতুন পালক কলকাতার মুকুটে বিশেষ খবর রাজ্য November 26, 2017 ব্যাংককের পাটায়াতে অন্যতম আকর্ষণ হল ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার। আর তারই অনুকরণে এবার কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) পাটুলি মোড়ে ইএম বাইপাস সংলগ্ন একটি জলাশয়ে একটি ভাসমান বাজার তৈরি করছে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী জানুয়ারিতেই উদ্বোধন হবে ভাসমান বাজারের। আর মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের এই প্রজেক্ট বাস্তবায়িত হলে, বলতেই হবে তিলোত্তমা কলকাতার মুকুটে যোগ হতে চলেছে আরেকটি পালক। ব্যাংককের পাটায়াতে যেমন বিদেশী পর্যটকরা ভেঙ্গে পড়েন ওই ভাসমান বাজারের সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে, কলকাতাতেও তা হতে চলেছে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা। কেএমডিএ সূত্রের খবর, ওই জলাশয়ে একটি লকগেটের সাথে তৈরি হচ্ছে পাম্পিংয়ের ব্যবস্থা। কেএমডিএ’র এক আধিকারিক জানিয়েছেন, ওই জলাশয়ে একটি ঝরনা এবং ‘অ্যারেটর’ থাকছে। জলাশয়ে যাতে মশার লার্ভা না জন্মাতে পারে তাই তেলাপিয়া, কার্পের মতো মাছ ছাড়া হবে। ভাসমান বাজারের পাশের রাস্তাটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেএমডিএ। এছাড়াও তৈরি হচ্ছে একটি ফুটপাথ। ওই জায়গার গাছের নীচের অংশ বাঁধিয়ে দেওয়া হবে বলে কেএমডিএ সূত্রের খবর। আপনার মতামত জানান -