রত্না চ্যাটার্জীর বয়ানের উপরেই নির্ভর করছে ইডির শোভনকে নিয়ে পরবর্তী পদক্ষেপ বিশেষ খবর রাজ্য November 26, 2017 নারদ-কাণ্ড সংক্রান্ত তদন্তের প্রাথমিক পর্যায়ের কাজ নিষ্পত্তির জন্য এই মাসের শেষেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হতে পারেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। নারদের গোপন ক্যামেরা অভিযানে ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিতে দেখা গিয়েছিল কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রের খবর, তদন্তকারীদের মুখোমুখি হয়ে মেয়র জানিয়েছিলেন, তাঁর কিছুই মনে নেই। বস্তুত তাঁর যাবতীয় টাকা পয়সার লেনদেনের হিসাব রাখেন তাঁর স্ত্রী। সেই সূত্র ধরেই রত্না দেবীকে তিনবার তলব করা হলেও প্রত্যেকবার তিনি চিকিত্সার কারণ দেখিয়ে তলব এড়িয়ে গিয়েছেন। তদন্তকারীরা তাই তাঁর চিকিত্সার প্রেসক্রিপশন দেখতে চেয়ে চলতি মাসের মধ্যেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। রত্নাদেবীকে জিজ্ঞাসাবাদ করার পর প্রয়োজনে ফের শোভনবাবুকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে দাবি তদন্তকারীদের একাংশের। আপনার মতামত জানান -