এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নারদা থেকে বাঁচতেই কি হেভিওয়েটের দ্বারস্থ শুভেন্দু! দীর্ঘ বৈঠকে বাড়ছে জল্পনা!

নারদা থেকে বাঁচতেই কি হেভিওয়েটের দ্বারস্থ শুভেন্দু! দীর্ঘ বৈঠকে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   নারদা কান্ডে সম্প্রতি পদক্ষেপ গ্রহণ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই দুই মন্ত্রী এবং তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়। আর এরপর থেকেই কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে ঘাসফুল শিবির। নারদা কান্ডের ভিডিও যখন করা হয়েছিল, তখন সেখানে দেখা গিয়েছিল সেই সময়কার সাংসদ তথা বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

তাহলে কেন শুভেন্দুবাবুকে ছাড় দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে এই নারদা কাণ্ড নিয়ে মামলার জটিলতা এখনও চলছে। আর তার মাঝেই দিল্লিতে গিয়ে সিবিআই এবং ইডির অন্যতম আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে বৈঠক করতে দেখা গেল বিজেপির বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে। আর সেই বৈঠক ঘিরেই যাবতীয় জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে তুষার মেহেতার বাড়িতে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে প্রায় কুড়ি মিনিট তার সঙ্গে বৈঠক করেন তিনি। স্বাভাবিকভাবেই এই বৈঠককে কেন্দ্র করে এখন তৃণমূলের একাংশের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ঘাসফুল শিবিরের অনেকে বলছেন, নারদা কাণ্ডে জড়িত শুভেন্দু অধিকারী। তাই সলিসিটার জেনারেল তুষার মেহেতার সঙ্গে দেখা করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন তিনি। আর এখানেই প্রশ্ন, তাহলে কি নারদা থেকে বাঁচতেই শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ? দিল্লিতে গিয়ে অন্যান্য বিষয়ে আলোচনা করার পাশাপাশি যাতে নারদা কাণ্ড নিয়ে তাকে শাসক দলের পক্ষ থেকে যাতে তাকে বেকায়দায় ফেলা না হয়, তার জন্যই তুষার মেহেতার সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল তাকে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বা তাতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যিনি সারদা মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছেন, তার প্রশ্নের উত্তর দেব না।” বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করার পর টুইট করে তাকে কটাক্ষ করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। বস্তুত, একসময় সারদা কাণ্ডে শ্রীঘরে ছিলেন কুনালবাবু।

তাই বর্তমান পরিস্থিতিতে সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করার পর কুনাল ঘোষের পক্ষ থেকে তাকে আক্রমণ করা হলে, পাল্টা সারদাকাণ্ডের কথা তুলে ধরে সেই কুনালবাবুকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শোরগোল তুলে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তবে যে যাই বলুন না কেন, পরিস্থিতি যে ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে এবং শুভেন্দু অধিকারীর দিল্লি সফরের পর সলিসিটর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ যে কার্যত বাড়তি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!