এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নির্বাচন শুরুর দিনেই তীব্র হলো করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড রাজ্যে

নির্বাচন শুরুর দিনেই তীব্র হলো করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দু-এক সপ্তাহ ধরে আবার বাড়ছে করোনার সংক্রমণ। নির্বাচনের কারণে সভা,সমিতি,মিছিল, জমায়েত থেকে বাড়ছে সংক্রমণ মাত্রা। স্বাস্থ্যবিধি বিষয়ে মানুষের অসচেতনতাও সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করেছে ৬০০ এর গন্ডি। যার মধ্যে রাজধানী কলকাতার অবস্থা সবচেয়ে উদ্বেগজনক।

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে জানা যাচ্ছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট ৬৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা আছে কলকাতায়, যা হলো ২৩৯ জন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে রাজ্যে মোট ৪ জনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রাজ্যে চলছে করোনার টিকাকরন প্রক্রিয়া। কিন্তু করোনা সংক্রমণ তীব্র হারে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দোলযাত্রা বিষয়ে বেশ কিছু নির্দেশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। যেখানে জানানো হয়েছে যে, কোন জমায়েত বা শোভাযাত্রা না করতে।

একটি পরিবারের মধ্যেই দোলখেলাকে সীমাবদ্ধ রাখতে। শারীরিকভাবে কাছে গিয়ে আবির বা রং গায়ে না মাখাতে। ভিড় এড়িয়ে চলতে। দোকান, বাজার, রেস্তোরাঁয় শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলা, অসুস্থ মানুষদের ভিড় থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সাবান জল ও স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!