এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড

দেশজুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে। দেশ জুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে প্রায় ৩০০ জন মানুষের। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে দুরবস্থা মহারাষ্ট্রের। সেরাজ্য জুড়ে নাইট কারফিউ ঘোষণা করা হলো।

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত হলেন ৬২ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে সারাদেশে মোট ২৯১ জন মানুষের। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন মোট ৩০ হাজার ৩৮৬ জন মানুষ। অন্যদিকে, এখনো পর্যন্ত করোনার ভ্যাকসিন দেয়া হলো দেশের মোট ৫ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৭৭৩ জন মানুষকে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এমনই তথ্য পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। সবচেয়ে খারাপ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে করোনার সংক্রমণ রোধ করতে রাজ্য জুড়ে চলছে নাইট কারফিউ। রাত আটটার পর থেকে মহারাষ্ট্রের সমস্ত দোকান, বাজার, শপিং মল বন্ধ করে দেয়া হচ্ছে। মহারাষ্ট্র ছাড়াও উদ্বেগ বাড়ছে গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক, দিল্লিকে নিয়ে।

সংক্রমণের বৃদ্ধির কারণে দিল্লি ও গুজরাটে এবার হোলি খেলা বন্ধ রাখা হয়েছে, পশ্চিমবঙ্গেও বেশকিছু সর্তকতা জারি করা হয়েছে হোলি খেলার বিষয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশে করোনার দ্বিতীয় আরো তীব্র হবার সম্ভাবনা আছে। আগামী মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে মে মাস পর্যন্ত ব্যাপক আকারে সংক্রমণ ছড়াবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!