এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মতুয়া বিদ্রোহ চরমে, সামাল দিতে ময়দানে দিলীপ ঘোষ!

মতুয়া বিদ্রোহ চরমে, সামাল দিতে ময়দানে দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি ক্ষমতায় এসেছিল নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না। আর সেই অভিযোগ তুলে মতুয়ারা কার্যত সঙ্গবদ্ধ হয়ে বিদ্রোহে নামবে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপিতে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। শান্তনু ঠাকুরের মত কেন্দ্রীয় মন্ত্রী বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন। ঠাকুরনগরে দফায় দফায় গোলটেবিল বৈঠক হচ্ছে। আর এই পরিস্থিতিতে মতুয়ারা যদি বেঁকে যায়, তাহলে বিজেপির চাপ অনেকটাই বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তার মাঝেই এবার মতুয়াদের পাশে দাঁড়িয়ে সকলেই নাগরিকত্ব পাবেন বলে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকলে প্রাতঃভ্রমণ করতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই মতুয়াদের বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “শুধু মতুয়ারা নন। পূর্ববঙ্গ থেকে যারা এসেছেন, তারা সকলেই নাগরিকত্ব পাবেন। আর এই নাগরিকত্ব অন্য কেউ নয়, বিজেপিই একমাত্র দিতে পারে। কিছুটা সময় লাগছে। 70-75 বছর পর সিএএ হয়েছে। ধীরে ধীরে সকলেই নাগরিকত্ব পাবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মতুয়া বিদ্রোহ চরম আকার ধারণ করতে না করতেই গোটা বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ। যাতে পরিস্থিতি কোনোমতেই আয়ত্তের বাইরে বেরিয়ে না যায় এবং মতুয়ারা যাতে সকলেই বিজেপির উপর ভরসা রাখে, তার জন্যই তার এই মন্তব্য বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!