এখন পড়ছেন
হোম > জাতীয় > মাত্র চারজন কাউন্সিলর নিয়েই বিক্ষুব্ধদের হাত ধরে এই পৌরসভার রং এবার গেরুয়া করতে মরিয়া বিজেপি

মাত্র চারজন কাউন্সিলর নিয়েই বিক্ষুব্ধদের হাত ধরে এই পৌরসভার রং এবার গেরুয়া করতে মরিয়া বিজেপি


 

লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপি বাংলায় নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা একাধিক পৌরসভার কাউন্সিলরদের নিজেদের দখলে নিয়ে রাজ্যের বিভিন্ন পৌরসভার রং গেরুয়া করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে রাজনৈতিক ভাবে সেই পৌরসভার রং গেরুয়া হয়ে গেলেও কিছুদিনের মধ্যেই অবশ্য অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করেছে রাজ্যে।

বর্তমানে বিভিন্ন পৌরসভার বিজেপিতে চলে যাওয়া কাউন্সিলররা ফের তৃণমূলে ফিরে আসতে শুরু করেছেন। তবে এক্ষেত্রে কিছুটা ভিন্ন ছবি দেখা গেল কাশ্মীরের শ্রীনগর পৌরসভায়। সূত্রের খবর, কাশ্মীরের শ্রীনগর পৌরসভায় বিজেপির হাতে মোট চারজন কাউন্সিলর রয়েছে। কিন্তু তারপরেও এই পৌরসভায় মেয়র এবং ডেপুটি মেয়র পদে নিজেদের দলের কাউকে বসানোর চিন্তাভাবনা করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা।

জানা গেছে, জম্মু এবং কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকেই এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সেই শ্রীনগর পৌরসভার মেয়র এবং ডেপুটি মেয়রকে পদচ্যুত করবার জন্য বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। আর তারই ফায়দা নিতে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে অন্যান্য কাউন্সিলরদের ক্ষোভকে কাজে লাগিয়ে সেই সমস্ত কাউন্সিলরদের নিজেদের দিকে আনতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

সূত্রের খবর, ইতিমধ্যেই 36 জন কাউন্সিলরের সমর্থন নিতে সক্ষম হয়েছে বিজেপি। আর পৌরসভা দখলের জন্য যে সমর্থন লাগে, সেই সমর্থন যাতে অচিরেই পাওয়া যায় তার জন্য ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে সুনিল শর্মাকে। জানা গেছে, খুব তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করে শ্রীনগর পৌরসভার ক্ষমতা দখল করতে চাইছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির সুনিল শর্মা বলেন, “কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি নিয়মিত সেখানে যাই। কয়েকজন কাউন্সিলার আমার কাছে এসে মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আমি তাদের বলেছি যে ওদের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই আমার এখানে কিছু করার নেই।”

তবে মুখে সুনীলবাবু যে কথাই বলুন না কেন, তলায় তলায় যে তিনি মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা কাউন্সিলরদের একজোট করতে শুরু করেছেন, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের। যদিও বা এই ব্যাপারে এক বিজেপি নেতা বলেন, “নিজ নিজ ওয়ার্ডে উন্নয়নহীনতা নিয়ে আমরা কাউন্সিলরদের অভিযোগ পাচ্ছি। তাদের পছন্দের মেয়র এবং ডেপুটি মেয়র যাতে পৌরসভায় নির্বাচিত হতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সংখ্যা ওই কাউন্সিলরদের জোগাড় করতে বলেছি।”

আর বিজেপি নেতৃত্বের এই কথা থেকেই স্পষ্ট যে, রাজনৈতিক দোলাচলে থাকা শ্রীনগর পৌরসভার কাউন্সিলরদের বিক্ষোভকে কাজে লাগিয়ে সেখানকার মেয়র এবং ডেপুটি মেয়রকে সরিয়ে সেই পৌরসভার ক্ষমতা দখল করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তবে এতকিছু হলেও এখন সেই সমস্ত বিদ্রোহী কাউন্সিলররা পর্যাপ্ত সংখ্যা জোগাড় করতে পারেন কিনা এবং বিজেপি তাদের কর্তৃত্ব করে ক্ষমতা দখল করতে পারে কিনা! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!