এখন পড়ছেন
হোম > জাতীয় > ব্রিটিশ আমলের আইনি প্রক্রিয়া আধুনিক করতে উদ্যোগ অমিত শাহের, আটকাতে মরিয়া বিরোধীরা

ব্রিটিশ আমলের আইনি প্রক্রিয়া আধুনিক করতে উদ্যোগ অমিত শাহের, আটকাতে মরিয়া বিরোধীরা

এবার ব্রিটিশ আমলের ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, ইংরেজ আমলের ইন্ডিয়ান পেনাল কোড এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ব্যবস্থায় পরিবর্তন আনতে ইতিমধ্যেই রাজ্যগুলির কাছে সুপারিশ চেয়ে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্র। ফলে এখন থেকে আর একটি-দুটি আইনের সংশোধন নয়, গোটা ইন্ডিয়ান পেনাল কোড এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন এবং বদল নিয়ে আসা হবে বলে মনে করছে একাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাছে এরূপ সুপারিশ পাঠানো হলেও, যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী দলগুলো ক্ষমতায় রয়েছে, সেই সমস্ত রাজ্যের সাথে কেন্দ্রের নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বহু পুরাতন আইন সংশোধন এবং বাতিল করা দরকার।

বস্তুত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি অনুযায়ী, গত 1860 সালের ইন্ডিয়ান পেনাল কোড এবং গত 1882 সালের কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের অন্তর্গত এমন বহু আইন রয়েছে যে, আইনের প্রয়োগ অত্যন্ত অপ্রাসঙ্গিক। শুধু তাই নয়, এমন অনেক অপরাধ সামনে আসছে, যা মোকাবিলা করার জন্য নতুন আইন কঠোর হওয়া দরকার।

আর সেই কারণেই গত সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান পেনাল কোড এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউর নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। আর সেই সমীক্ষার রিপোর্ট এবং সুপারিশ জমা দিতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে। আর এবার কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্যগুলিকে সুপারিশ চাওয়ায় নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে একাংশের দাবি, এই কাজ করে আদতে কেন্দ্রীয় সরকার সুপারিশের বদলে রাজ্যকে নির্দেশিকা দিতে চলেছে। আর যাকে ঘিরে রাজ্য বনাম কেন্দ্রের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে অনেকে। কেননা বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বারেবারেই কেন্দ্রের তরফে রাজ্যের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছিল। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে রাজ্যের সুপারিশ চাওয়ায় পাল্টা সরব হচ্ছে সেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো।

যদিও বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই দাবি করা হলেও তা মানতে নারাজ কেন্দ্র। তাদের দাবি, কেন্দ্রের সাথে রাজ্যের সমন্বয়ের কারণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকার যে কারণেই এই উদ্যোগ নিন না কেন, এই বিষয়কে কেন্দ্র করে যদি কেন্দ্র বনাম রাজ্যের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তাতে ফের তীব্র জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!