এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের টিকিট না মেলায় ক্ষুব্ধ মন্ত্রীপুত্র, দলকে দিলেন বিশেষ বার্তা, উত্তাল বঙ্গ রাজনীতি

পুরভোটের টিকিট না মেলায় ক্ষুব্ধ মন্ত্রীপুত্র, দলকে দিলেন বিশেষ বার্তা, উত্তাল বঙ্গ রাজনীতি


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল, তার মধ্যে রয়েছে একের পর এক চমক। ১৪৪ টি আসনের প্রার্থী তালিকাতে ৬ জন বিধায়ক, ১ জন সাংসদের নাম থাকলেও এই তালিকায় মূলত প্রাধান্য দেয়া হয়েছে যুবক ও মহিলাদের। একের পর এক মন্ত্রীর ছেলে বা মেয়ে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শশী পাঁজার মেয়ে পূজা পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ ভট্টাচার্য্য, স্বর্ণ কমল সাহার ছেলে সন্দীপন সাহা প্রমুখরা। এমনকি শান্তুনু সেনের স্ত্রীকেও টিকিট দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কলকাতা পুরসভার নির্বাচনের টিকিট দেয়া হয়নি রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব চট্টোপাধ্যায়কে। এ কারণে তিনি দলের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। সরাসরি কারও নাম না করেও দলের প্রতি টুইট করে বিশেষ বার্তা দিয়েছেন সায়ন দেব চট্টোপাধ্যায়। এক টুইট করে তিনি লিখেছেন, আত্মহত্যা করতে বলার সময় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, কিন্তু আত্মহত্যা করার পর বলা হয়েছে যে, এখনো সময় হয়নি।

এই গল্প থেকে তিনি একটা শিক্ষা নিয়েছেন, যা হলো নিজের সময় না আসা পর্যন্ত, অন্যদের জন্য হাততালি দিয়ে যেতে হবে। তাঁর এই টুইট তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজ্যের রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, প্রার্থী তালিকায় তিনি থাকবেন এমন একটা জল্পনা চলছিল। এবার টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে তিনি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেন কিনা? সেদিকেই দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!