এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > প্রার্থী তালিকা ঘোষণাতেই ব্যর্থতা স্বীকার বামেদের! জেনে নিন!

প্রার্থী তালিকা ঘোষণাতেই ব্যর্থতা স্বীকার বামেদের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালের বিধানসভা নির্বাচনে এই প্রথম রাজ্য বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে সক্ষম হয়নি বামেরা। আর তারপর থেকেই কংগ্রেসের সঙ্গে তাদের জোট করা ঠিক ছিল কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল প্রশ্ন। আর এই জোট নিয়ে যে বামেদের শরিক দলের মধ্যেও ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। যার ফলে অনেক শরিক দলের সঙ্গেই মতানৈক্য প্রকাশ্যে আসে। তবে এতদিন ধরে যে আন্দোলনে ঘাটতি ছিল এবং তার কারণে যে যথেষ্ট ঐক্যের অভাব দেখা দিয়েছে, এবার তা স্বীকার করে নিল বামেরা।

সূত্রের খবর, কলকাতা পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সকলকে চমকে দিয়ে শুক্রবার সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা। আর সেখানেই প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে বামেদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, আন্দোলনে যথেষ্ট ঘাটতি রয়েছে এবং যে কোনো কারণেই হোক মতানৈক্যের অভাব তৈরি হয়েছিল। তাই এখন ঐক্য অটুট রেখে এগিয়ে যাওয়াই তাদের কাছে প্রধান লক্ষ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বামেরা কিছুটা হলেও তাদের অবস্থা বুঝতে পেরেছে। তাই এখন সকলকে একত্রিত করে আন্দোলনকে সংগঠিত করাই তাদের কাছে প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণে সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে এই ব্যাপারে জোর দিতে দেখা গেল বামফ্রন্টকে। তবে মুখে তারা এই কথা বললেও, কাজে এই ব্যাপারে কতটা সফলতা অর্জন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!