এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগেই বড়সড় ভাঙন বামফন্টে, দাবি ‘ভয় দেখিয়ে’ দলবদল

পঞ্চায়েতের আগেই বড়সড় ভাঙন বামফন্টে, দাবি ‘ভয় দেখিয়ে’ দলবদল

আসন্ন পঞ্চায়েত ভোটের মুখে মুখেই ফের দলবদলের খেলা এবার বাঁকুড়ায়। এদিন বাঁকুড়ার ইন্দপুরের খট্টগ্রামে এক সভায় তৃণমূল নেতা শুভাশিস বটব্যালের হাত ধরে ব্রাহ্মণডিহা গ্রাম পঞ্চায়েতের সিপিএম নেতা সহদেব পাত্র সহ আরো ১২০০ জন সিপিএম কর্মী এদিন তৃণমূলের ছত্রছায়ায় আসেন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন ইন্দ্রপুর ব্লকের তৃণমূল সভাপতি অসিত লায়েক ও অন্যান্য দলীয় নেতারা।

ইন্দ্রপুর এলাকায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শুভাশিস বটব্যালকে হারিয়ে জয় লাভ করেছিলেন আরএসপির ধীরেন্দ্রনাথ লায়েক। কিন্তু সম্প্রতি তিনি সহ বেশ কিছু সিপিএম কর্মী দলবদলে নেমেছেন। এদিন ইন্দ্রপুরের এক সিপিএম নেতা আত্মবিশ্বাসের সাথে জানান, ”এভাবে দলবদলের খেলায় শাসকদল জিততে পারবে না। সঠিক ও নিরপেক্ষ ভোট হলে আমরাই আবার জিতব।” তবে তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতেই তাঁরা শাসক দলে এলেন। পাল্টা সিপিএমের বক্তব্য, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে নিয়ে যাওয়া হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!