এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিল্লিতে বড় জয় মহুয়া মৈত্রের! তাঁর মামলার চাপেই সোশ্যাল মিডিয়া নিয়ে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের

দিল্লিতে বড় জয় মহুয়া মৈত্রের! তাঁর মামলার চাপেই সোশ্যাল মিডিয়া নিয়ে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের


 

কেন্দ্রে মোদি সরকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের ওপর নজরদারি রাখতে বলে অনেকদিন ধরেই অভিযোগ করতে দেখা যেত তৃণমূল কংগ্রেসকে। সংসদের ভেতরে এবং বাইরে এই নিয়ে বহুবার সরব হতে দেখা গেছে রাজ্যের শাসক দলকে। আর এবার এই ব্যাপারে কেন্দ্রের মোদি সরকারকে কার্যত পিছু হটতে বাধ্য করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

বস্তুত, দেশের নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হওয়ার প্রতিবাদে আধার সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার এক টেন্ডারের বিরোধিতা করেছিলেন মহুয়া মৈত্র। গত বছরের আগস্ট মাস থেকে এই মামলা চলছিল। তবে অবশেষে এদিন তার নিষ্পত্তি হল। তৃণমূল সাংসদ অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলে সংবিধানের 14 এবং 21 নম্বর ধারা অনুযায়ী মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে। যেখানে আইনের চোখে সবাইকে সমান বলা হয়েছে, সেখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিন সুপ্রিম কোর্টের আধার নিয়ামক সংস্থাটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের লক্ষ্যে যে টেন্ডার ডাকা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। আর আধার নিয়ামক সংস্থা এই মন্তব্য করায়, তৃণমূল সাংসদ বড়সড় জয় পেলেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, এদিন আদালতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আইনজীবী অভিষেক মনু সিংভি প্রশ্ন তোলেন, “সোশ্যাল মিডিয়া হাব তৈরীর জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক উদ্যোগ নিয়েও তা বাতিল করেছে। তাহলে কি করে আধার সংস্থা হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইউটিউবের মত সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি করতে পারে!”

আর এরপরই আধার সংস্থার পক্ষ থেকে টেন্ডার বাতিলের কথা জানানোয় সেই মামলার নিষ্পত্তি করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল এবং কে এম জোসেফ। আর এই মামলার নিষ্পত্তি হওয়া এবং আধার নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া টেন্ডার বাতিলের কথা জানানোয় তৃণমূল সাংসদেরই জয় হল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!