এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনে বিতর্কে জড়ালেন নেত্রীর প্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাস

মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনে বিতর্কে জড়ালেন নেত্রীর প্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাস


বর্তমানে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভরসার পাত্র হিসাবে খ্যাত হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। যেকোনো জায়গার ড্যামেজ কন্ট্রোল হোক বা সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি, সবার আগে ডাক পরে তাঁর এবং একর পর এক জায়গায় তিনি তাঁর দক্ষতার পরিচয়ও দিয়ে যাচ্ছেন। কিন্তু এবার সেই মন্ত্রী অরূপ বিশ্বাসই জড়িয়ে গেলেন বিতর্কে। গত লোকসভা ভোটে গোটা রাজ্য জুড়ে ঘাসফুল ফুটলেও আসানসোলে সবাইকে অবাক করে পদ্ম শিবিরের হয়ে জয়লাভ করেন বাবুল সুপ্রিয়। আর তাই ২০১৯ এর লোকসভা ভোটে আসানসোল আসনটি কার্যত শাসকদলের কাছে প্রেস্টিজ ইস্যু। যেকোন মূল্যে আসানসোলে জয়লাভ এখন পাখির চোখ শাসকদলের।
আর তাই দুদিনের সফরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে এই শিল্পাঞ্চলে পা রাখেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গোটা আসানসোল জুড়ে একের পর এক প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তাঁর দল বিজেপিকে একের পর এক আক্রমনে কোনঠাসা করে দেন। তিনি দাবি করেন, রাজ্যে এক দিকে যখন তাঁরা উন্নয়নের জোয়ার তুলেছেন, ঠিক তখনই জাত-পাতের রাজনীতি করে দেশ ও রাজ্যকে অশান্ত করছে বিজেপি। কিন্তু তাঁর সফরসূচিতে তাঁর কনভয়ের সঙ্গে এলাকা দাপিয়েছে দলের প্রায় হাজার তিনেক মোটরবাইক বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হল, কোনও বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সাধারণ মানুষকে সচেতন করতে মুখ্যমন্ত্রী যেখানে বার বার সেফ ড্রাইভ সেভ লাইফের কথা বলছেন, সেখানে দলেরই কর্মী-সমর্থকেরা হেলমেট ছাড়া এইভাবে বাইক চালালেন কিকরে, তাও আবার মন্ত্রীর উপস্থিতিতে – উঠছে সে প্রশ্ন। যদিও অরূপ বাবু বিতর্ক উড়িয়ে বলেছেন, আমি বাইক র‌্যালিটি দেখিনি, তবে প্রত্যেক বাইক আরোহীর হেলেমেট পরা উচিত। কিন্তু তাতেও থামছে না বিতর্ক, প্রায় তিন হাজার দলীয় কর্মী বিনা হেলমেটে তাঁর সঙ্গে এতক্ষন ঘুরলেন আর তা চোখ এড়িয়ে গেল মন্ত্রীর, সত্যিই কি তা বিশ্বাসযোগ্য? নাকি শাসকদলের সঙ্গী হলে সব মাফ? প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিশেষ করে পুরভোটের আগে বিনা হেলমেটে বাইক চালানোয় যেভাবে হেনস্থা করা হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে, তারপর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভ বাড়ছে বিরোধী শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!