এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দাদার জন্মদিনে একেবারে বাড়ি গিয়ে শুভেচ্ছাবার্তা দিদির, নতুন মোড় ঘোরার তীব্র জল্পনা রাজনীতিতে

দাদার জন্মদিনে একেবারে বাড়ি গিয়ে শুভেচ্ছাবার্তা দিদির, নতুন মোড় ঘোরার তীব্র জল্পনা রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রতিবছরের মতো এবছরও আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেছেন তিনি। প্রতিবছরই জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী, ফুল, মিষ্টির মত ঊপহারও পাঠিয়ে থাকেন তিনি। তবে, এবার তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী। যে ঘটনা অভুতপূর্ব। ঘটনাটিকে নিতান্ত সামাজিক ও অরাজনৈতিক বিষয় বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হলেও, অনেকেই মনে করছেন যে, এর দ্বারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে আসার প্রস্তাব দিয়ে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আসার পূর্বেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে সাদরে অভ্যর্থনা জানান। গতকাল বিকেল পাঁচটার সময় তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শাড়ি উপহার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে। তাঁকে নিজে বাড়িঘর ঘুরিয়ে দেখিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যান পৌনে ছটার সময়। এরপর থেকেই একাধিক জল্পনা শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে মনে করছেন যে, আপাতভাবে এর মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক না থাকলেও, বিষয়টি মোটেই তা নয়। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দেয়া হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিষয়টি তা নয়। মুখ্যমন্ত্রীর গতকালের সফর ছিল একেবারেই সামাজিক বিষয়। এর মধ্যে কোন রাজনীতির ব্যাপার নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও এ বিষয়ে কিছু বলেননি। তবে একথাও ঠিক যে, তৃণমূলের দুটি রাজ্যসভার আসন এখন ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত ইতিপূর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক ময়দানে পদার্পণ করার প্রস্তাব দেয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। বিজেপির প্রার্থী হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমন জল্পনাও চলছিল। তবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর সে সম্ভাবনার ভাটা পড়ে। রাজনীতি থেকে এখনো পর্যন্ত দূরেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে রাজনীতিতে একেবারেই যে তাঁর উৎসাহ নেই, সেটাও নয়। অনেকে মনে করে থাকেন, বিসিসিআই সভাপতি পদে তাঁর আগমনের পেছনেও রয়েছে রাজনীতি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক্ষেত্রে সরাসরি হাত রয়েছে, কারণ পরবর্তীতে অমিত শাহের পুত্র জয় শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডেপুটি হয়েছেন এক্ষেত্রে। তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই এ বিষয় অস্বীকার করেছেন। তবে, প্রত্যক্ষ ভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিজেপির পক্ষ থেকে চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রত্যক্ষ রাজনীতির ময়দানে তিনি পদার্পণ করেন কিনা? সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!