এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ক্ষমা প্রার্থনা সৌমিত্রর! শীর্ষ নেতৃত্বের ধমক খেয়েই কি সুর বদল? বাড়ছে জল্পনা!

ক্ষমা প্রার্থনা সৌমিত্রর! শীর্ষ নেতৃত্বের ধমক খেয়েই কি সুর বদল? বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বেশ কিছুদিন আগে ফেসবুকে লাইভ করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে নিজের অভিযোগ জানিয়েছিলেন তিনি। আর প্রকাশ্যে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির এই ধরনের মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পারে ভারতীয় জনতা পার্টি, সেই ব্যাপারে নানা মহলে তৈরি হয় গুঞ্জন। আর এই পরিস্থিতিতে অবশেষে দলের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেল সেই সৌমিত্র খাঁকে। যার জেরে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি শীর্ষ নেতৃত্বের ধমক খাওয়ার পরেই নিজের আগের মন্তব্য ফিরিয়ে নিয়ে ক্ষমা চাইলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি?

সূত্রের খবর, এদিন কিছুদিন আগেই একটি মন্তব্যের জন্য ক্ষমা চাইতে দেখা যায় রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতিকে। যেখানে রবিবার যুব সংগঠনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজ সেখানেই ফেসবুকে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করার জন্য দলের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন সৌমিত্র খাঁ। পরবর্তীতে কিছু সময়ের মধ্যেই আবার সেই ইস্তফা পত্র প্রত্যাহার করার কথা জানিয়ে দেন তিনি। আর এবার নিজের সেদিনকার করা বিতর্কিত মন্তব্য কার্যত ফিরিয়ে নিতে দেখা গেল সৌমিত্রবাবুকে। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বর্তমানে দিল্লি রয়েছেন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেসবুকে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সৌমিত্র খাঁ। সেদিক থেকে শুভেন্দুবাবু কি দিল্লিতে গিয়ে অভিযোগ করার পরেই সৌমিত্র খাঁকে সতর্ক করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব? আর তারপরেই কার্যত নিজের এই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করতে দেখা গেল বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতিকে? ইতিমধ্যেই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার তুঙ্গে উঠতে শুরু করেছে। তবে দিনের শেষে একটা বিষয় পরিষ্কার, কার্যত চাপে পড়েই নিজের আগেকার করা মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন সৌমিত্র খাঁ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!