এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি ছেড়ে দেবার পরেও কেন দলের রাজ্য তালিকায় মুকুল রায়ের নাম? তাঁকে নিয়ে কি চিন্তাভাবনা বিজেপির?

বিজেপি ছেড়ে দেবার পরেও কেন দলের রাজ্য তালিকায় মুকুল রায়ের নাম? তাঁকে নিয়ে কি চিন্তাভাবনা বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আশ্চর্যজনক ভাবে বিজেপি ছেড়ে দেবার পরও এখনো বিজেপির রাজ্য তালিকায় রয়েছে মুকুল রায়ের নাম। শুধু মুকুল রায় নন, বিজেপি ছেড়ে দেবার পরও শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ বেশকিছু হেভিওয়েটের নাম রয়ে গেছে বিজেপির রাজ্য তালিকাতে। যা দেখে অনেকেই নানা প্রশ্ন করতে শুরু করেছেন। এদিকে, সম্প্রতি মুকুল রায়কে বিজেপির নেতা বলে মন্তব্য করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি ছেড়ে দেবার পরও দলের রাজ্য তালিকায় তাঁর নাম থাকা নিয়ে যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছে।

মুকুল রায় বিজেপি ছেড়ে দেবার পর তাঁর জন্য বরাদ্দ করা হেস্টিংসের দপ্তরের ঘরটি থেকে তাঁর নেম প্লেট খুলে নেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় ওয়েবসাইট থেকে তাঁর নাম মুছে দেয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আগামী ১৬ ই জুন এই মামলার শুনানি হতে চলেছে। কিন্তু এখনও রাজ্য বিজেপির ওয়েবসাইটে দলের কার্যনির্বাহী কমিটির তালিকাতে রয়ে গেছে মুকুল রায়ের নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু মুকুল রায় নন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যারা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই বিজেপি ছেড়ে দিয়েছিলেন, তাঁদের নামও রয়ে গেছে সেখানে। আবার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালের নামও এই তালিকাতে রয়ে গেছে। নির্বাচনে পরাজয়ের পর যিনি গণমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখন তিনি বিজেপি করেন না। এই তালিকাতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় এখনো বিজেপি ছাড়েন নি। তাঁরা ছাড়াও আরও বেশ কিছু নেতা-নেত্রীর নাম রয়েছে এখানে, এঁরা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু নির্বাচনের পর থেকে দলের সঙ্গে যোগাযোগ প্রায় শূন্য।

বিজেপি ছেড়ে দেবার পরও মুকুল রায় সহ একাধিক নেতা-নেত্রীকে কেন রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে রাখা হয়েছে? এ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, এর মধ্যে তিনি এই ওয়েবসাইট দেখেননি। ওয়েবসাইটটির দায়িত্বে যারা রয়েছেন, তাঁরা হয়তো খেয়াল করেননি বিষয়টি। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পর থেকে দলের আক্রান্ত ও ঘরছাড়া কর্মীদের নিয়ে তাঁরা সকলে ছোটাছুটি করছেন এবং এ বিষয় নিয়ে তাঁরা চিন্তা ও উদ্যোগের মধ্যে রয়েছেন। এ কারণে নজর এড়িয়ে গেছে। তবে ভুল থাকলে নিশ্চয়ই তা ঠিক করে নেয়া হবে।

এখন প্রশ্ন উঠেছে, দলত্যাগী এই নেতা-নেত্রীদের নিয়ে বিজেপি কী পদক্ষেপ নেবে? আগামীকাল বিজেপির কার্যকরী কমিটির বৈঠক রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে রাজ্য স্তরের নেতাদের বৈঠকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এই দলত্যাগীদেরকে কি বৈঠকে আমন্ত্রণ জানানো হবে? প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে। তাঁর সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের এখনো বিজেপিতে রয়েছেন, এখনো তিনি দল ছাড়েননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!