এখন পড়ছেন
হোম > জাতীয় > এক চালেতেই কুপোকাত বিরোধীরা, ভোটের আগেই আত্মবিশ্বাসের হাসি বিজেপির

এক চালেতেই কুপোকাত বিরোধীরা, ভোটের আগেই আত্মবিশ্বাসের হাসি বিজেপির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে, তীব্র সংক্রমণকালে যেহেতু নির্বাচনের আয়োজন করা হচ্ছে, সে কারণে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্প্রতি রাজ্যগুলিতে কোন রোডশো, মিছিল করা যাবে না। প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। আর এখানেই বিরোধীদের পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের এই নির্দেশের পর এই উত্তরপ্রদেশে একেবারে মাথায় হাত বিরোধীদের। কারণ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য জানালেন, ডিজিটাল যুদ্ধের রণকৌশল তৈরি করে রেখেছে বিজেপি। এর আগেও অনেক নির্বাচনে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, সাফল্যও পাওয়া গেছে। তাই এটা নতুন কিছু নয়। ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারে নামতে বিজেপি প্রস্তুত। জাতীয় থেকে রাজ্য নেতৃত্ব, বুথ স্তর সমস্ত কিছুতেই ডিজিটাল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

আর এতেই প্রমাদ গুনছে হলো বিরোধী শিবিরকে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানালেন, নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলিকে কিছু তহবিল দেওয়া, যাতে অনলাইন প্রচারের পরিকাঠামোর জন্য খরচ করতে পারবে দলগুলি। না হলে বিজেপির পরিকাঠামোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না সমাজবাদী পার্টি। নির্বাচন কমিশন যেন রাজনৈতিক দলগুলোকে সরকারের কাছ থেকে তহবিল পেতে সহায়তা করে। এভাবে, ভোটের আগেই বিজেপির কাছে কার্যত পিছু হটলো সমাজবাদী পার্টি, যা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বিজেপির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!