এখন পড়ছেন
হোম > জাতীয় > নর্দমাতে এটিএম কার্ড, কোথায় ঘটল এমন ঘটনা! জেনে নিন বিস্তারিত

নর্দমাতে এটিএম কার্ড, কোথায় ঘটল এমন ঘটনা! জেনে নিন বিস্তারিত

গত 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসলে তারপর থেকেই ডিজিটাল ইন্ডিয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি 2019 সালের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের দ্বিতীয় ইনিংসে সেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসলে নিজেদের বার্তায় অনড় থাকে তারা।

কিন্তু নরেন্দ্র মোদী যখন ডিজিটাল ইন্ডিয়ার বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময়ই এবার এটিএম কার্ড নর্দমায় পাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সূত্রের খবর, রাজস্থানের ছাবড়ার কুম্ভরাজের একটি নর্দমাতে প্রায় তিনশোর বেশি এটিএম কার্ড ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে। আর এই ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা সকলকে খবর দিলে ব্যাংক আধিকারিকরা সেখানে হাজির হয়ে সেই এটিএম কার্ডগুলো নালা থেকে তুলে একত্রিত করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কৃষকদের ডিজিটাল পদ্ধতির সঙ্গে যুক্ত করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্ট করার কাজ শুরু হয়েছে। আর এর জন্যই তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে খাম ভর্তি এটিএম কার্ড। কিন্তু এখন সেই কার্ডগুলো নর্দমায় পাওয়া যাওয়াকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে নানা প্রশ্ন।

অনেকে বলছেন, এটিএম কার্ডগুলো যদি কৃষকদের হাতে কোনো কারণে না পৌছয়, তাহলে তো সেগুলো ব্যাংকে ফেরত আসবে। কিন্তু তা না করে সেগুলো কি করে নর্দমার ভেতরে যায়! তাহলে কি গোড়াতেই গলদ রয়েছে! আর এর পেছনে কুচক্রী হিসেবে কেউ বা কারা কাজ করছে! এখন তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার যুগে এবার নর্দমায় এটিএম কার্ড পাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!