এখন পড়ছেন
হোম > রাজ্য > মূল্যবৃদ্ধির বাজারে পরিবহন ক্ষেত্রেও কড়াকড়ি, চাপে জেরবার মধ্যবিত্ত!

মূল্যবৃদ্ধির বাজারে পরিবহন ক্ষেত্রেও কড়াকড়ি, চাপে জেরবার মধ্যবিত্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাস এবং তার জেরে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন ধরেই বাস পরিষেবা বন্ধ বাংলায়। আর এই পরিস্থিতিতে বাস মালিক থেকে শুরু করে চালকরা দ্রুত পরিবহন ব্যবস্থা সচল করার দাবি জানাচ্ছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যে পরিবহন ব্যবস্থা সচল করা হবে না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। এমনিতেই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে জেরবার দেশের সাধারণ মানুষ‌। আর তার মাঝেই পরিবহন ব্যবস্থা সচল হলে আরও বেশি করে অস্বস্তিতে পড়বে জনতা জনার্দন বলেই মনে করা হচ্ছে।

কেননা ইতিমধ্যেই বাস মালিক সংগঠনের একটি আলোচনায় এখন থেকে বাসে উঠলেই 10 টাকা ভাড়া বাধ্যতামূলক বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি এই আলোচনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে বাস মালিক সংগঠনের তরফ থেকে একটি দাবি পেশ করা হবে বলে খবর। আর রাজ্য সরকার যদি এই দাবিকে মান্যতা দেয়, তাহলে মধ্যবিত্তের পকেটে কার্যত আগুন ধরিয়ে বাসে উঠলেই দিতে হবে 10 টাকা ভাড়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার বাস মালিক সংগঠনের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাবলিক বাসের ক্ষেত্রে 4 কিলোমিটারের জন্য 10 টাকা ভাড়া করতে হবে। অন্যদিকে 4 থেকে 8 কিলোমিটার 15 টাকা, 8 থেকে 12 কিলোমিটার 20 টাকা এবং 12 থেকে 16 কিলোমিটারের ভাড়া 25 টাকা করতে হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম 10 টাকা ভাড়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আলোচনায়। স্বাভাবিক ভাবেই যদি সরকারের কাছে এই সিদ্ধান্ত পেশ করা হয় এবং সরকার যদি তাতে মান্যতা দিয়ে দেয়, তাহলে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি বাড়ার পাশাপাশি জনতা জনার্দন বাসের সাহায্য নিতে গিয়ে এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছানোর জন্য রীতিমতো অর্থনৈতিক চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অনেকে বলছেন, এর ফলে মধ্যবিত্তের হয়ত কিছুটা হলেও চাপ বাড়বে। কিন্তু দীর্ঘদিন ধরে বাস পরিষেবা বন্ধ থাকার কারণে রীতিমতো অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন বাসচালক থেকে শুরু করে কন্টাক্টররা। কিভাবে তাদের সংসার চলবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তাই এই পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা সচল হলে যাতে ন্যূনতম ভাড়া 10 টাকা করা হয়, তার জন্য এখন থেকেই সরকারের কাছে দাবি পেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে সরকারের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের উপর চাপ বাড়িয়ে বাস মালিক সংগঠনের এই প্রস্তাব মেনে নেওয়া হবে কিনা, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!