এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটের পর নিখোঁজ হয়ে রহস্য মৃত্যু পোলিং অফিসারের

ভোটের পর নিখোঁজ হয়ে রহস্য মৃত্যু পোলিং অফিসারের

করণদিঘির রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের ১৪ মে ভোটের ডিউটি পড়েছিল ইটাহার বানবোল এফপি স্কুলে, ৪৮ নম্বর বুথে। ভোট মিটলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপর পোলিং অফিসার রাজকুমারবাবুর মঙ্গলবার রাতে রায়গঞ্জে রেললাইনের ধারে তাঁর দেহ উদ্ধার ও দেহ সনাক্ত করা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সোমবার রাত ৮ টা তেও পরিবারের সাথে ফোনে কথা বলেছিলেন বুথ থেকে। এরপর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর ফোন সুইচ- অফ করা ছিল।বুথের অন্যকর্মীরা গভীর রাতে ইটাহার বিডিও অফিসে এসে বিষয়টি জানান। এছাড়া পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু কি কারণে এই মৃত্যু তা জানা যায়নি।যদিও পরিবারের অভিযোগ, রাজকুমার রায়কে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!