এখন পড়ছেন
হোম > রাজ্য > তিনি কতখানি নিরপেক্ষ থেকে রাজধর্ম পালন করছেন উদাহরণ সহ ব্যাখ্যায় করলেন মুখ্যমন্ত্রী

তিনি কতখানি নিরপেক্ষ থেকে রাজধর্ম পালন করছেন উদাহরণ সহ ব্যাখ্যায় করলেন মুখ্যমন্ত্রী


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানালেন অন্যায় করলে তিনি কাউকেই ছেড়ে কথা বলেন না। তা সে যতই তাঁর আপনার জন হোক। প্রসঙ্গত গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন হাফিজুল মোল্লা নামে এক যুবক। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় নেতা এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে ওই রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয়েছে । নির্বাচনের আগের দিন এক সংবাদ চ্যানেলে ঐদিনের ঘটনা প্রসঙ্গে নিজের বিবৃতিতে মুখ্যমন্ত্রী বললেন, ”আরাবুল জেলা পরিষদের প্রার্থী। কিন্তু আমাদের মনে হয়েছে, ব্যাপারটা অন্যায় হয়েছে। অন্যায় করলে তৃণমূলের অনেক ছেলে-মেয়েকেই রাজনীতির রং না দেখে আমরা গ্রেফতার করেছি। শম্ভুনাথ কাও কাউন্সিলর ছিল। সে জেলে গিয়েছে। সিপিএমের সময়ে কিন্তু তারা নিজেদের লোকেরা অন্যায় করলে গ্রেফতার করত না। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও এই দৃষ্টান্ত দেখা যায় না।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই কথা সমর্থন করেন না। তাঁদের মতে সেদিন রাতে পুলিশ আরাবুল ইসলাম কে গ্রেফতার না করলে এলাকার বিক্ষুদ্ধ মানুষের জনরোষে তাঁর মৃত্যু অনিবার্য ছিলো। সেদিনের প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব যৌথ ভাবে বললেন, ” মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হয়েছে, ভাল কথা। তা হলে বাকি ঘটনাগুলির ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন না কেন? তৃণমূলেরই তো ১১ জন খুন হয়েছেন, ওঁরা বলছেন। বিরোধীদের উপরে হামলা হলে তাঁদের বিরুদ্ধেই বরং মামলা হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!