এখন পড়ছেন
হোম > রাজ্য > ৮১ লক্ষ চাকরি হয়েছে রাজ্যে, তবুও ভোট লুঠতে গিয়ে প্রাণ দিল এমএ পাশ ‘বেকার’ যুবক

৮১ লক্ষ চাকরি হয়েছে রাজ্যে, তবুও ভোট লুঠতে গিয়ে প্রাণ দিল এমএ পাশ ‘বেকার’ যুবক

রাজ্যের বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের দিন দুপুর বেলা নদীয়ার শান্তিপুর থানার বাবলা এলাকায় বুথ দখল করতে আসা এক দুষ্কৃতি’র প্রাণ হানি ঘটলো গ্রামবাসীদের প্রতিরোধে । সূত্রের খবর অনুয়ারী এদিন দুপুরে শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের উত্তরপাড়া বুথ দখল করতে আসে এক দুষ্কৃতি বাহিনী। সেই সময় ঐ স্থানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সম্মিলিত প্রতিরোধ করলে ঐ বাইক বাহিনী কয়েক রাউন্ড গুলি চালায়। পালটা আক্রমন করে এলাকার কিছু মানুষ ঐ বাহিনীর দিকে তীর ছোঁড়ে। সেই তীরে গুরুতর আহত হয় সঞ্জিত প্রামানিক নামক জনৈক এক দুষ্কৃতি। এরপরে নিজের অসতর্কিত মুহূর্তে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে সে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে এরপর এলাকার ক্ষুদ্ধ মানুষের গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর। মৃত সঞ্জিত প্রামাণিক(৩০) এর পরিবার সূত্রে জানা যাচ্ছে তিনি এম.এ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর পরিবার সূত্রে অভিযোগ করা হয়েছে গত শনিবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতা সঞ্জিতকে চাকরির লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাঁকে বলা হয়েছিল ভোটের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। নির্বাচনের দিন সংশ্লিষ্ট বুথে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারা যায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বাইকবাহিনীর ঝামেলার সময় পালাতে গিয়ে সঞ্জিতদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এইসময়ে ক্রুদ্ধ জনতা ওই তিন বাইক আরোহীকে ব্যাপক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাদের শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সঞ্জিত প্রামানিকের। জানা যাচ্ছে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন সঞ্জিত প্রামাণিক। এ দিনের ঘটনায় ঐ বুথে আহত আরো দুই দুষ্কৃতি বর্তমানে চিকিৎসা চলছে। ঐ বুথের ভোট কর্মী নারায়ণ চন্দ্র মল্লিক নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “তির-ধনুক, ইট-পাটকেল এসে পড়ার পর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্ভব হয়নি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!