এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য ২০১৯ – একে একে রাজ্য সভাপতি বদল শুরু হল বিজেপিতে, জল্পনা বাড়ছে বাংলা নিয়ে

লক্ষ্য ২০১৯ – একে একে রাজ্য সভাপতি বদল শুরু হল বিজেপিতে, জল্পনা বাড়ছে বাংলা নিয়ে


আগামী বছর জম্মু কাশ্মীর এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যের দলীয় সমস্যার সমাধান এবং সংগঠন দৃঢ়করণের জন্যে বিজেপি দলের পক্ষ থেকে নয়া পদক্ষেপ গ্রহণ করা হলো। দুই রাজ্যের দলীয় সভাপতি পদে দলের তরফ থেকে নতুন নেতা মনোনীত করা হলো। জম্মু-কাশ্মীরের জন্য সভাপতি পদে সত্যপাল শর্মার পরিবর্তে রবীন্দ্র রায়নাকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের জন্য সভাপতি হিসাবে নিয়োগ করা হল কন্না লক্ষ্মীনারায়ণকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জম্মু কাশ্মীরের বিজেপি দলীয় সভাপতি সত্যপাল শর্মা’কে গদিচ্যুত করার কারণ হিসেবে বলা হচ্ছে তাঁকে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত করা হয়েছে । আর সেখানে রবীন্দ্র রায়না হুরিয়ত এবং পাকিস্তান বিরোধী। তাই তাঁকে রাজ্যের দলের মুখ্য করে সংগঠন মজবুত করার সাথে এত দিনকার জমে থাকা সমস্যার সমাধানের চেষ্টা করছে বিজেপি সূত্রের খবর অনুসারে এমনটাই জানা গেছে। অন্ধ্রপ্রদেশের প্রসঙ্গে রাজনৈতিক মহলের ধারণা তেলেগু দেশম পার্টি সুপ্রিমোর সাথে বর্তমান সময়ে চলা মন কষাকষির ফলে যাতে ২০১৯ সালে আসন্ন লোকসভা নির্বাচনে কোনো প্রভাব না পড়ে তার জন্যে গেরুয়া শিবিরের আগাম সতর্কতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!