এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি বিধায়কদের ছেড়ে দেওয়া পদে এবার তৃণমূল বিধায়করা, তুমুল জল্পনা রাজনৈতিক মহলে

বিজেপি বিধায়কদের ছেড়ে দেওয়া পদে এবার তৃণমূল বিধায়করা, তুমুল জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়ের চেয়ারম্যান হওয়া নিয়ে গেরুয়া শিবিরের ব্যাপক ক্ষোভ প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার অন্যান্য কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রাজ্যপালের কাছে ইতিমধ্যেই নালিশ করে এসেছেন। আজকে বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে শুনানি ডেকেছিলেন। যথারীতি সেই শুনানিতে গেরুয়া শিবির হতাশ হয়েছে। আপাতত তাই আদালতের দ্বারস্থ হওয়ার কথা শোনা যাচ্ছে।

অন্যদিকে মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, মনোজ টিজ্ঞা, কৃষ্ণ কল্যাণী সহ 8 জন বিজেপি বিধায়ক বিধানসভার কমিটি এবং স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। আর চেয়ারম্যানের জায়গা ছেড়ে দেওয়া 8 বিজেপি বিধায়কের জায়গায় এবার আট তৃণমূল বিধায়ক সেই চেয়ার অধিগ্রহণ করলেন। কার্যত আজকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার নতুন আট কমিটিতে চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞার জায়গায় চেয়ারম্যান হলেন মদন মিত্র। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর জায়গায় আসলেন সুদীপ্ত রায়।

বিধায়ক নন্দময় বর্মনের জায়গায় এলেন হুমায়ুন কবীর, বিধায়ক অশোক কীর্তনীয়ার জায়গায় এলেন তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার, বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জায়গায় এলেন আব্দুল খালেক মোল্লা, বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার জায়গায় এলেন তপন দাশগুপ্ত। তথ্যপ্রযুক্তিতে দীপক বর্মনের জায়গা দখল করলেন ডক্টর অশোক চট্টোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের ছেড়ে যাওয়া জায়গায় এলেন তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। বিজেপি বিধায়কের পদত্যাগ প্রসঙ্গে এ দিন তৃণমূল পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিজেপি বিধায়কদের বারবার বলা হয়েছিল পদত্যাগ না করার জন্য, কিন্তু তাঁরা শোনেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন কমিটির সদস্য থাকলে চেয়ারম্যান থাকতে অসুবিধা কোথায়? একইসাথে তিনি আবারও এদিন নতুন করে বিজেপি বিধায়কদের পদত্যাগ প্রত্যাহার করার কথা বলেন এবং বিধায়কদের মিটিংয়ে হাজির হওয়ার আবেদন করেন। মিটিং শুরু হতে চলেছে আগামী 26 শে জুলাই। অন্যদিকে রাজনৈতিক মহলে বিজেপি বিধায়কদের পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান হওয়া আটকাতে বিজেপি বিধায়করা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলেন।

মুকুল রায় কিন্তু চেয়ারম্যান পদে রয়ে গেলেন। চলে গেল বিজেপি বিধায়কদের চেয়ারম্যান পদগুলি। আর সে জায়গায় উঠে এলেন মদন মিত্র, রুকবানুর রহমানের মতন নেতারা। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের অন্দরেও এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। তবে প্রকাশ্যে কেউই এ ব্যাপারে কোনো মতামত দেয়নি। এক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছেন, শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত গ্রহণের ওপর। আপাতত এই নিয়ে আগামী দিনে যে বিতর্ক আরও বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!